• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • করোনায় ফের মৃত্যু পুরুলিয়ায়

করোনায় ফের মৃত্যু পুরুলিয়ায়

ফের করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হল পুরুলিয়ায় সদর হাসপাতালে।

ফের করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হল পুরুলিয়ায় সদর হাসপাতালে।

ফের করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হল পুরুলিয়ায় সদর হাসপাতালে।

  • Share this:

#পুরুলিয়া: ফের করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হল পুরুলিয়ায় সদর হাসপাতালে। মৃতদের বয়স একজনের ২৩ অন্যজনের ৬২। মৃতদের বাড়ি পুরুলিয়ার ঝালদা ও পুরুলিয়া ১নং ব্লকের পিঠাজোর  গ্রামে। গত কয়েকদিন থেকে এরা পুরুলিয়া সদর হাসপাতলের কোভিড  ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাতে তারা মারা যান।আজ সরকারি হেফাজতে মৃতদেহের সৎকার হয়। এদিকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড এর সংক্রমন জেলায়,জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৮৬ জন, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৯, এরি মধ্যে করোনা মুক্ত ৪৮৮ , বর্তমানে করোনা পজিটিভ ৩৬০ জন ৷

রিপোর্ট: ইন্দ্রজিৎ মণ্ডল

Published by:Akash Misra
First published: