বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ২

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

পুজো ফুল তুলতেই মগ্ন ছিলেন। সরিফুল তাঁকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েই ঝাঁপিয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হল না।

  • Last Updated :
  • Share this:
    #উত্তর ২৪ পরগনা: রেল গেটের কাছে গাছ থেকে পুজোর জন্য ফুল তুলতে গিয়েছিলেন ৭৩ বছরের বৃদ্ধা আদুরি বালা। প্রবল জোরে ট্রেন আসছিল। সামনেই ঘটনাটি দেখতে পেয়ে বৃদ্ধাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সরিফুল ইসলাম। ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয়।মঙ্গলার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার কদম্বগাছি ৬ নম্বর রেলগেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল গতির ট্রেনটি হর্ন দিলেও খেয়াল করেননি ওই বৃদ্ধা। পুজো ফুল তুলতেই মগ্ন ছিলেন। সরিফুল তাঁকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েই ঝাঁপিয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হল না।
    First published:

    Tags: Rail Accident, Rail Deaths, Sealdah