বাঁকুড়া: রাজ্যে ফের বজ্রপাতের শিকার ৩ জন! মৃত ২, আহত ১। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের মধ্যে একজনের নাম মালতি বাউরি। তিনি বাঁকুড়ার সোনামুখী থানার পশ্চিম পাত্রহাটি গ্রামের বাসিন্দা। বজ্রপাতের সময় তিল কাটছিলেন ৫৬ বছরের মালতীদেবী। সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
মৃত আরেকজন সোনামুখী থানার মানুষমারী গ্রামের বাসিন্দা। নাম গদাধর মোদক। মাঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩৭ বছরের গদাধরের। জখম হন তাঁরই এক আত্মীয়। তিনিও সেই সময়ে মাঠেই ছিলেন। তাঁকে সোনামুখী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা।
আজ, নদিয়াতেও বাজ পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আহত ৫।
আরও পড়ুন-যৌনকর্মীর রহস্যমৃত্যু ! বন্ধ ঘর থেকে উদ্ধার নগ্ন মৃতদেহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 1 injured, 2 died, Bankura, Death due to thunder shock, Monsoon, Thunder shock, Westbengal