দত্তপুকুর: ফোনে ডেকে পরিকল্পিতভাবে নাবালককে খুনের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের (Loves Family) বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মকিনুর হক বয়স। তাঁর বয়স ১৭ বছর। নাবালকের পরিবার জানিয়েছে, সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত ছিল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত আলগড়িয়া গ্রামের ওই নাবালক বাসিন্দা।
মকিনুরের বাড়ির লোকের আরও অভিযোগ, প্রেমের প্রলোভন দেখিয়ে বীরা মল্লিকপাড়াতে মেয়েটির বাড়িতে ফোনে ডাকা হয়েছিল ওই নাবালককে। এরপর সেখানে অকথ্য অত্যাচার ও মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় ছেলেটির। এরপর ঠাণ্ডা মাথায় তার দেহ প্রেমিকার বাড়ির চিলেকোঠায় ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: ভোটপ্রচারে বেরিয়ে হাতে তুললেন...এই রূপে ফিরহাদ হাকিমকে সচরাচর দেখা যায় না!
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এটি পরিকল্পিত খুনের ঘটনা বলে অনুমান এলাকাবাসীদের। এক্ষেত্রে ত্রিকোণ প্রেমের সম্পর্কের আভাস মিলেছে। দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। তবে নাবালিকার পরিবারের তরফে এ বিষয়ে সঠিক কোনো তথ্য মেলেনি। তাদের সম্পর্ক এবং অন্যান্য বিষয় পরিস্কার ভাবে কিছু জানেন না বলে জানান নাবালিকার মামা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News