ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম জেলায় ফের হাতির হামলায় প্রাণহানির ঘটনা ঘটল। এবার প্রাণ গেল এক ১৬ বছর বয়সি স্কুল ছাত্রের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের গোপালপুর গ্রামে। হাতির হামলায় মৃত কিশোরের নাম অমির হাতি। বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ঘোড়াইডাঙা গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের বাড়ি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের তেঁতুলিয়া গ্রামে মামার বাড়িতে থেকে স্থানীয় বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপিঠে পড়াশোনা করত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পাশের জঙ্গল থেকে প্রায় ১৩টি হাতির দল তাণ্ডব চালায় গোপালপুর গ্রামের চাষের জমিতে। নষ্ট করে চাষিদের বিঘার পর বিঘা ভুট্টা ও কলা চাষ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা ধরে ছেলের মৃতদেহ আগলে! ধূপ জ্বালিয়ে এ কী ভয়ানক কাণ্ড মা-বাবার!
আরও পড়ুন: দুয়ারে ছাতু! মোটরসাইকেলে ভাঙছে ছোলা, অভিনব উপায়ে রোজগার যুবকের, কত টাকা উপার্জন, কী উপকারিতা জানেন!
এমন সময় এলাকায় হাতির তাণ্ডব চলছে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে পাশের তেঁতুলিয়া গ্রামে মামার বাড়ি থেকে এসে হাতি দেখতে যায় অমির। সেই সময় হঠাৎ হাতির সামনাসামনি হয়ে পড়ায় পাশের ভুট্টা জমিতে লুকোনোর চেষ্টা করে। সেই সময় ভুট্টা জমির ভেতর থেকে অমিরকে তুলে আছাড় মারে একটি হাতি। সঙ্গে সঙ্গে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি নিয়ে আসার সময় মৃত্যু হয় কিশোরের।
গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোপীবল্লভপুরের গোপালপুর, তেঁতুলিয়া-সহ একাধিক গ্রামে। কারণ জঙ্গল লাগোয়া গ্রামগুলিতেই মানুষের বসবাস। তার সঙ্গে চাষবাসই তাঁদের জীবিকা। ফলে এভাবে হাতির তাণ্ডব হলে কীভাবে মানুষ জীবন জীবিকা নির্বাহ করবেন, তা নিয়ে চিন্তা বাড়ছে এলাকাবাসীর মনে।
রাজু সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant Attack, Jhargram news