Home /News /south-bengal /
Bardhaman News: কাটোয়ার নতুন ত্রাস, কামড় খেয়ে ২৪ ঘন্টায় ১৪ জন ভর্তি হাসপাতালে! চারিদিকে ভয়

Bardhaman News: কাটোয়ার নতুন ত্রাস, কামড় খেয়ে ২৪ ঘন্টায় ১৪ জন ভর্তি হাসপাতালে! চারিদিকে ভয়

মারাত্মক অবস্থা

মারাত্মক অবস্থা

Bardhaman News: কাটোয়া মহকুমার পাঁচ ব্লক কেতুগ্রাম, মঙ্গলকোট ও কাটোয়া এলাকায় অধিকাংশ কৃষিজীবি মানুষের বাস। বর্ষার মরসুম শুরুর আগেই প্রত্যেক বছরের মতো গ্রামীণ এলাকাগুলিতে কম বেশি সাপের উপদ্রব বেড়েছে।

 • Share this:

  #কাটোয়া: ২৪ ঘন্টায় ১৪ জন সাপের কামড়ানো রোগী ভর্তি হল কাটোয়া মহকুমা হাসপাতালে। বর্ষার মরসুম শুরুর আগেই কাটোয়া মহকুমার বিভিন্ন গ্রামে সাপের উপদ্রব শুরু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত 'অ্যান্টি ভেনাম' হাসপাতালে মজুত আছে, ভয়ের কিছু নেই। সাপের কামড়ানোর সঙ্গে সঙ্গেই সময় নষ্ট না করে হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন করেছেন হাসপাতাল সুপার।

  আরও পড়ুন: সর্বনাশ! খোলা হচ্ছিল পদ্মা সেতুর নাটবল্টু, কে এই ব্যক্তি? কী ছিল উদ্দেশ্য? আঁতকে উঠবেন

  কাটোয়া মহকুমার পাঁচ ব্লক কেতুগ্রাম, মঙ্গলকোট ও কাটোয়া এলাকায় অধিকাংশ কৃষিজীবি মানুষের বাস। বর্ষার মরসুম শুরুর আগেই প্রত্যেক বছরের মতো গ্রামীণ এলাকাগুলিতে কম বেশি সাপের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে জখম হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে গত ২৪ ঘন্টায় দুই শিশু এবং দুই মহিলা সহ ১৪ ভরতি হয়েছেন। সাপের কামড়ে ভরতি থাকা সকলেই এখন সুস্থ আছে বলে জানা গিয়েছে।

  আরও পড়ুন: আসানসোলে প্রথম বার 'দিদি'র সঙ্গে একমঞ্চে, মনের কথা বলেই দিলেন বাবুল সুপ্রিয়!

  রবিবার কাটোয়া দুই নম্বর ব্লকের পলসোনা গ্রামের গোপীনাথ সাঁতরা নামে এক ব্যক্তি সাপের কামড়ে জখম হয়ে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সুপার শৌভিক আলম বলেন, মৃত্যুর হার খুবই কম। পর্যাপ্ত ভেনাম হাসপাতালে মজুত আছে। সাপে কামড়ানোর পর যদি কেউ হাসপাতালে আসতে দেরি করে, তাহলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যায়।

  হাসপাতাল সুপার নিজে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে গিয়ে সাপের কামড়ে জখম রোগীদের খোঁজ-খবর করেন। ২০২১-২২ বছরে বর্ষার মরসুমে গড়ে ১১০ জন করে সাপের কামড়ে জখম হয়ে হাসপাতালে ভরতি হয়েছিল। এ বছর গত এপ্রিল মাসে ৮৫ জন সাপের কামড়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে মাত্র একজনের মৃত্যু হয়েছিল। সাপের কামড়ে জখম ব্যক্তিদের বক্তব্য, এই সময় গ্রামে সাপের উপদ্রব স্বাভাবিক ভাবেই অনেকটা বেড়ে যায়।

  ---রণদেব মুখোপাধ্যায়

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Bardhaman news, West Bengal news

  পরবর্তী খবর