Home /News /south-bengal /

দমকল কর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত তিন CESC কর্মীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের

দমকল কর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত তিন CESC কর্মীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের

দমকল বিভাগের অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে বেলুড় থানার পুলিশ ৷

  • Share this:

#হাওড়া: যে গাছের ডাল কাটতে গিয়ে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দমকল কর্মী সুকান্ত সিংহ রায়ের ৷ সেই গাছ নিজে থেকে ভেঙে মাটিতে পড়ল সুকান্তবাবুর নিথর দেহ ৷

বালি থেকে তারকেশ্বরের বাড়ির ফেরার পর বুধবারের সন্ধ্যায় খানিকের ঝড়ে বিদ্যুতের তারে আটকে থাকা গাছ ভেঙে পড়ল জি টি রোডের উপর | এলাকার বাসিন্দাদের দাবি আমরা সাত দিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে পৌঁছেও কোনও সুরাহা পাই নি যা নিজের প্রাণ দিয়ে করে গেলেন দমকল কর্মী সুকান্তবাবু ৷

বেলুড়ের যে এলাকার ঘটনাটি ঘটেছিল সেখানকার এক দোকানদারের দাবি সুকান্তবাবুর দেহ নিয়ে শববাহী গাড়ি এই এলাকা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ঝড় ওঠে ৷ সেই ঝড়েই আচমকাই ভেঙে পরে বিদ্যুতের  তারে ঝুলে থাকা কদম গাছের একটি অংশ ৷ যে গাছের জন্য প্রাণ গেল এক তরতাজা যুবকের সেই গাছের অংশ এ ভাবে আগে কেন পড়লনা সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাথায় ৷

দমকলের কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া তিন CESC কর্মী-কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন হাওড়া জেলা আদালতের বিচারক |  দমকল বিভাগের অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে  কর্তব্যে গাফিলতি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে বেলুড় থানার পুলিশ  ৷

Debasish Chakraborty

Published by:Siddhartha Sarkar
First published:

পরবর্তী খবর