#দিঘা: দিঘায় বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে যাচ্চিল কিশোর, প্রাণে বাঁচাল নুলিয়া ও পুলিশ। দিঘায় সমুদ্রে স্নান করতে নেমেছিল বছর ১৩-র মোক্তার আসরফ। উত্তাল সমুদ্রে নিজেকে ধরে রাখতে না পেরে প্রায় তলিয়েই যাচ্ছিল আশরফ, সেইসময়েই উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ডুবন্ত পর্যটককে উদ্ধার করে নুলিয়ারা।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটে নিউ দিঘার মেরিনা ঘাটে। উদ্ধারের পর অসুস্থ হয়ে পড়া মোক্তার আসরফকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে সপরিবারে দিঘায় বেড়াতে এসেছিল আসরফ মোক্তার। পরিবারের অন্যান্য সদস্যদের নিষেধ উপেক্ষা করেই সমুদ্রের বিপজ্জনক জায়গায় চলে যায়। এরপরই ঘটে বিপত্তি! ভেসে যেতে থাকে উত্তাল সমুদ্রের স্রোতে ! এরপরই নুলিয়াদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচে কিশোর। পুলিশ প্রশাসনের নিষেধ উপেক্ষা করে দিঘায় এভাবেই পর্যটকেরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বলে দাবি হোটেল ব্যবসায়ীরা।
SUJIT BHOUMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha accident