corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে সিউড়িতে আটকে পড়েন ১২১জন শ্রমিক ! বিশেষ বাসে ফেরানো হল বাড়ি !

লকডাউনে সিউড়িতে আটকে পড়েন ১২১জন শ্রমিক ! বিশেষ বাসে ফেরানো হল বাড়ি !

চারটি বাসে করে ছয় জেলায় পৌঁছে দেওয়া হবে এই শ্রমিকদের ।

  • Share this:

#বীরভূম: সিউড়ি থেকে ১২১ জন শ্রমিককে সরকারি বাসে করে নিজেদের জেলায় ফেরত পাঠালো বীরভূম জেলা প্রশাসন। লকডাউন এর জেরে সিউড়িতে আটকে ছিল বিভিন্ন  ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এই শ্রমিকরা নিজের জেলায় ফেরার জন্য আবেদন জানিয়েছিল জেলা প্রশাসনকে।

সেই আবেদনে সাড়া দিয়ে আজ এই ১২১ জন শ্রমিককে তাদের জেলায় ফেরানোর ব্যবস্থা করা হয়।  চারটি বাসে করে ছয় জেলায় পৌঁছে দেওয়া হবে এই শ্রমিকদের । প্রত্যেক শ্রমিককেই থার্মাল স্ক্রিনিং ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে বাসে চাপানো হয়। দীর্ঘদিনের ব্যবধানে বাড়ি ফিরতে পেরে খুশি শ্রমিকরা। শ্রমিকদের তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমানের  এক জন, পূর্ব বর্ধমানের ৩১ জন,  নদীয়ার ১৬ জন,  মুর্শিদাবাদের ১৩ জন,  মালদার ২৮ জন,  বাঁকুড়ার ৩২ জন। তাদের প্রত্যেককেই আজ রাতের মধ্যে নিজেদের জেলায় পৌঁছে দেওয়া হবে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এতদিন এই সমস্ত শ্রমিকরা বীরভূম জেলা প্রশাসনের আশ্রয়ে ছিল। দীর্ঘদিন পর বাড়ি ফিরতে পেরে খুশি এই শ্রমিকরা।  বীরভূম জেলা প্রশাসনের আশ্রয়ে ভালভাবেই ছিলেন বলে জানিয়েছেন ওই শ্রমিকরা।

SUPRATIM DAS

First published: May 8, 2020, 4:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर