#দুর্গাপুর: লকডাউনের মধ্যেই দুর্ঘটনা ৷ স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল ১২ বছরের এক কিশোর ৷
রবিবার দুর্গাপুরের লাউদোহার গৌরবাজার গ্রামের কাছে অজয় নদ থেকে উদ্ধার করা হয়েছে কিশোরের মৃতদেহ। শনিবার অজয় নদে স্নান করতে যায় ইট ভাঁটার শ্রমিকের ছেলে কিশোর মন্ডল(১২)। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই কিশোর এরপরই জলে তলিয়ে যায়।
রবিবার সকাল থেকে তল্লাশি শুরু হয়। দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ স্থানীয়দের চেষ্টায় কিশোরের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay River