#পুরুলিয়া: এ এক আজব সমস্যা। পুরুলিয়া জেলা জুড়ে অচল ১০ টাকার কয়েন। বিদেশি মুদ্রা, ডলার, ইউরো বা পাউন্ড নয়, জেলায় কোথাও চলছে না ১০ টাকার কয়েন। তবে কী কারণে এই মুদ্রা বয়কট, তারও সঠিক উত্তর কেউ দিতে পারছেন না। ফলে এই সমস্যার সমাধান কবে হবে, তাও জানা নেই কারও।
টোটো থেকে চায়ের দোকান, বাজার থেকে পেট্রোল পাম্প, সব জায়গাতেই অচল দশ টাকার সচল মুদ্রা। রাজ্যের বাকি জেলাগুলিতে ১০ টাকার কয়েন চললেও পুরুলিয়া জেলা জুড়ে এই সমস্যায় নাজেহাল জেলাবাসী। বাজার বা দোকানের পাশাপাশি কোনও রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কেও নেওয়া হচ্ছে না ১০ টাকার কয়েন। সমস্যার কথা মেনে নিয়েছেন, পুরুলিয়া এসবিআই ব্যাঙ্কের চিপ ম্যানেজারও।
জেলার ব্যবসায়ীদের কাছে জমা রয়েছে হাজার হাজার ১০ টাকার কয়েন। কিন্তু কেউ তা নিতে রাজি হচ্ছেন না।
তবে এই সমস্যার সমাধান কীভাবে, কবেই বা হবে তা জানেন না কেউ। ফলে সচল টাকা অচল হয়েই রয়েছে পুরুলিয়া জেলায়।