#দিঘা: হাওড়াগামী যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলিতে। বোগা থেকে হাওড়া যাওয়ার পথে ভূপতিনগর থানার নাজিরবাজার এলাকায় ১১৬ বি দিঘা-নন্দকুমার সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছে ১০ জন বাসযাত্রী। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, বোগা থেকে হাওড়াগামী বাসটি প্রচন্ড গতিতে নন্দকুমারের দিকে যাচ্ছিল।
একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে জাতীয় সড়কের ধরে মজুত করে রাখা বলির স্তুপে বাসটি উঠে পাশে নয়নজুলিতে ছিটকে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে নেমে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে ভূপতিনগর থানার পুলিশ ক্রেন এনে উদ্ধার কাজ চালায়। নয়নজুলিতে উল্টে পড়া বাসটির নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা খুঁজে দেখছে উদ্ধারকারীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।