corona virus btn
corona virus btn
Loading

বাগনানে আধাসেনার গুলির লড়াই, নিজেদের গুলিতেই মৃত ১ জওয়ান, গুলিবিদ্ধ আরও ২

বাগনানে আধাসেনার গুলির লড়াই, নিজেদের গুলিতেই মৃত ১ জওয়ান, গুলিবিদ্ধ আরও ২
ছবি নিজস্ব

বৃহস্পতিবার সকালে বাগনানের জ্যোতির্ময়ী গার্লস স্কুলে সেনা জওয়ানদের নিজেদের মধ্যেই বচসা শুরু হয়৷ শুরু হয় গুলির লড়াই৷ মোট ১৮ রাউন্ড গুলি চলে বলে জানিয়েছে পুলিশ৷

  • Share this:

#বাগনান: নিজেদের রাইফেলের গুলিতেই মৃত্যু হল এক আধাসেনার৷ ঘটনাটি ঘটেছে বাগনানের জ্যোতির্ময় গার্লস স্কুলে৷ ভোটের ডিউটিতে বাগনানে এসেছিল আধা সামরিক বাহিনীর ওই জওয়ানরা৷ গুলিবিদ্ধ আরও ২ জওয়ান৷ গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

বৃহস্পতিবার সকালে বাগনানের জ্যোতির্ময়ী গার্লস স্কুলে সেনা জওয়ানদের নিজেদের মধ্যেই বচসা শুরু হয়৷ শুরু হয় গুলির লড়াই৷ মোট ১৮ রাউন্ড গুলি চলে বলে জানিয়েছে পুলিশ৷ গুলিতে মৃত্যু হয় এএসআই ভোলানাথ দাস৷ অভিযুক্ত জওয়ান লক্ষ্মীকান্ত বর্মনকে আটক করা হয়েছে৷ গুলিবিদ্ধ ২ জওয়ানের নাম রন্টুমণি বোধক ও অনিল রাজবংশী৷

গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও আধাসেনা৷ গোটা এলাকা থমথমে৷

বাগনানের এই স্কুলেই চলেছে গুলি, দেখুন ভিডিও...

First published: May 2, 2019, 2:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर