• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • জীবন্ত সাপ জড়িয়ে অভিনয়, সাপের ছোবলেই মৃত্যু অভিনেত্রীর

জীবন্ত সাপ জড়িয়ে অভিনয়, সাপের ছোবলেই মৃত্যু অভিনেত্রীর

Photo : News18 Bangla

Photo : News18 Bangla

জীবন্ত সাপ নিয়ে অভিনয় করতে গিয়ে, সেই সাপের কামড়েই মৃত্যু হল এক অভিনেত্রীর ৷ তার নাম কালীদাসী মন্ডল ৷ দক্ষিণ ২৪পরগনার বরুনহাটের ঘটনা ৷

 • Share this:

  #হাসনাবাদ: জীবন্ত সাপ নিয়ে অভিনয় করতে গিয়ে, সেই সাপের কামড়েই মৃত্যু হল এক অভিনেত্রীর ৷ তার নাম কালীদাসী মন্ডল ৷ দক্ষিণ ২৪পরগনার বরুনহাটের ঘটনা ৷ গতকাল রাতে মনসা পুজো উপলক্ষে স্থানীয় মনোরঞ্জন দাসের বাড়িতে চলছিল যাত্রানুষ্ঠান ৷ সেখানেই জীবন্ত বিষধর সাপ নিয়ে অভিনয় করছিলেন কালীদাসী দেবী ৷ সেই সময় ছোবল মারে সাপ ৷ ঘটনানস্থলেই লুটিয়ে পড়েন অভিনেত্রী ৷ দুর্ভাগ্যজনকভাবে সেই সময় হাসপাতালে না নিয়ে গিয়ে চলে ঝাড়ফুঁক ৷ সকলের উপস্থিতিতে এই ঝাড়ফুক চলে প্রায় চার ঘন্টা ৷ পরে হাপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তারা জানিয়ে দেন, দেরি করে হাসপাতালে নিয়ে আসার ফলেই , মৃত্যু হয়েছে কালীদাসীর ৷

  দীর্ঘদিন ধরেই হাসনাবাদের বরুণহাটে মনোরঞ্জন বাবুর বাড়িতে মনসা পুজো উপলক্ষে যাত্রাপালার আয়োজন হয় ৷ সাপ নিয়ে অভিযনয়েরও প্রথা চলে আসছে, কিন্তু সববছরই ব্যবহার করা হয় প্লাস্টিকের সাপ ৷ এবারই হল ব্যতিক্রম ৷ দর্শকদের চমক দেওয়ার জন্য কালীদাসী হাড়োয়া থেকে জীবন্ত বিষধর সাপ নিয়ে আসেন ৷ সঙ্গে নিয়ে আসেন সাপুড়েও ৷ তাই বিষধর সাপ নিয়ে অভিনয় করতে তিনি আত্মবিশ্বাসী ছিলেন ৷ সেই আত্মবিশ্বাসই কাল হল ৷

  সাপ জড়িয়ে ভিক্ষা করার অভিনয়ের সময় সাপের ছোবলের মুখে পড়েন তিনি ৷ ঘটনার পরেই সাপুড়ে শুরু করেন ঝাড়ফুঁক ৷ কেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না , কেন ঝাড়ফুঁকের তত্ত্বে বিশ্বাস করলেন স্থানীয়রাও তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ শরীরে বিষক্রিয়ায় যখন ধীরে ধীরে সংজ্ঞাহীন হয়ে পড়েন কালীদাসী, তখন স্থানীয় বাসিন্দারা তাকে হিঙ্গলগঞ্জ হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অভিনেত্রীর ৷

  First published: