হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক তুলছে ওরা, লক্ষ্য সুন্দরবনকে বাঁচানো

South 24 Parganas News: সুন্দরবনকে বাঁচাতে বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে এলাকার যুবকরা

চলছে প্লাস্টিক সংগ্রহের কাজ

চলছে প্লাস্টিক সংগ্রহের কাজ

ভয়ঙ্কর বিপদের মুখে সুন্দরবনের পরিবেশ। তাকে বাঁচাতে এবার বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহে নামল স্থানীয় যুবকরা

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: মানব সমাজের বিষ প্লাস্টিক। আর তাই প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে সুন্দরবনের যুবকরা। শুধু প্লাস্টিক সংগ্রহ নয়, সেগুলিকে নষ্ট করার ব্যবস্থাও থাকছে। সমাজকে বাঁচাতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল রায়দিঘির মিস্ত্রি পাড়ার যুবকদের। যা নজর কেড়েছে সকলের।

স্থানীয় সূত্রের খবর, প্রায় ৭৫ টি পরিবারের কাছ থেকে প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে। এই কাজে সহযোগিতা করছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৫০ কেজি প্লাস্টিক একসঙ্গে সংগ্রহ করা হচ্ছে। এই বিপুল পরিমাণ প্লাস্টিক এতদিন পরিবেশে বর্জ্য পদার্থ হিসাবে ফেলে দেওয়া হত। এবার সেগুলিকে সংগ্রহ করে নষ্ট করে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এই প্লাস্টিকগুলিকে পুন:ব্যববহার যোগ্য করা যায় কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। এছাড়াও শক্ত প্লাস্টিকগুলি থেকে ফুলদানি সহ অন্যান্য শৌখিন জিনিসপত্র তৈরির চেষ্টাও শুরু হয়েছে।

আরও পড়ুন: ফাঁকা মাঠে শূন্যে গুলি ছুড়ছে পুলিশ, চাক্ষুষ করল জনতা

স্থানীয় যুবকদের এই মহৎ উদ্যোগ নিয়ে এলাকার পরিচিত সমাজসেবী সুদীপ মণ্ডল বলেন, বর্তমানে প্লাস্টিক ভয়ের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে সুন্দরবন এলাকায় প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিবেশে প্রভাব ফেলছে। তাই এই উদ্যোগ সমাজের মঙ্গল করবে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ঠিক হয় প্রতি বাড়ি থেকে গড়ে ১ কেজি করে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। এই কাজে প্রায় ৭৫ টি পরিবার সহযোগিতা করছে। এছাড়াও রায়দিঘি কলেজ এবং আরও ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে হাত মিলিয়েছেন। ভবিষ্যতে এই কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

নবাব মল্লিক

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Plastic, South 24 Parganas news, Sundarban