হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা, হাতাহাতি! চাঞ্চল্য ছড়াল জয়নগরে

South 24 Parganas News : মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা, হাতাহাতি! চাঞ্চল্য ছড়াল জয়নগরে

পুকুর নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ২।

  • Share this:

জয়নগর:পুকুর নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ২ যুবক। আহত  যুবকদের নিমপিঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাছ ধরাকে কেন্দ্র করেই বিবাদ বাধে দুই পক্ষের। শেষমেশ অভিযোগ জানানো হয় থানায়।

আজ সকালে শ্রীপুর অঞ্চলের হাটপাড়ায় একটি পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই শরিকের মধ্যে বিবাদ বাঁধে। খোকন পাইক নামে এক হাটপাড়ার বাসিন্দা তার পুকুরের অন্য অংশীদার কে না জানিয়েই মাছ ধরে বলে অভিযোগ। পরে পুকুরের অপর অংশীদার ইন্দ্রজিৎ পাইক তার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করতে শুরু করে খোকন।

আরও পড়ুন: এই মেলায় ঢুকবেন মনে ভয় নিয়ে, বেরোবেন দারুণ অঙ্ক শিখে! বাংলাতেই হচ্ছে, যাবেন নাকি?

সেই সময় ইন্দ্রজিৎ পাইকের ভাগ্নে অর্পণ পাইক বাধা দিতে গেলে তাকেও বেধারক মারধর করা হয় বলে অভিযোগ। পরে আক্রান্ত যুবক ইন্দ্রজিৎ পাইক তার আহত ভাগ্নেকে নিয়ে জয়নগর থানায় অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

সুমন সাহা

First published:

Tags: South 24 pargana