জয়নগর:পুকুর নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ২ যুবক। আহত যুবকদের নিমপিঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাছ ধরাকে কেন্দ্র করেই বিবাদ বাধে দুই পক্ষের। শেষমেশ অভিযোগ জানানো হয় থানায়।
আজ সকালে শ্রীপুর অঞ্চলের হাটপাড়ায় একটি পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই শরিকের মধ্যে বিবাদ বাঁধে। খোকন পাইক নামে এক হাটপাড়ার বাসিন্দা তার পুকুরের অন্য অংশীদার কে না জানিয়েই মাছ ধরে বলে অভিযোগ। পরে পুকুরের অপর অংশীদার ইন্দ্রজিৎ পাইক তার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করতে শুরু করে খোকন।
আরও পড়ুন: এই মেলায় ঢুকবেন মনে ভয় নিয়ে, বেরোবেন দারুণ অঙ্ক শিখে! বাংলাতেই হচ্ছে, যাবেন নাকি?
সেই সময় ইন্দ্রজিৎ পাইকের ভাগ্নে অর্পণ পাইক বাধা দিতে গেলে তাকেও বেধারক মারধর করা হয় বলে অভিযোগ। পরে আক্রান্ত যুবক ইন্দ্রজিৎ পাইক তার আহত ভাগ্নেকে নিয়ে জয়নগর থানায় অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 pargana