দক্ষিণ ২৪ পরগনা: গরমে অতিষ্ঠ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দারা। সকাল থেকে শুরু হচ্ছে গরমের দাপট। বেলা বাড়লেই রোদের তেজও বাড়ছে। দুপুরে তাপমাত্রা পৌঁছাছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় সাধারণ মানুষজন খুব একটা বাইরে বের হচ্ছেন না। নেহাত প্রয়োজন ছাড়া বের হওয়ার কথা কেউ সাহস করে মুখেও আনছেন না। যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হচ্ছেন, তারাও গাছতলায় অথবা ছায়াঘেরা কোনও জায়গায় আশ্রয় নিচ্ছেন।
অনেকেই ভিড় করছেন ঠান্ডা পানীয়ের দোকানে। বাকি দোকানগুলিতে খরিদ্দার নেই বললেই চলে। সকালের দিকে খরিদ্দার আসলেও বেলা বাড়লে কেউ আসছেন না দোকানে। ভিড় নেই বিভিন্ন অটো ও বাসস্ট্যান্ডে।
আরও পড়ুন:- How To Reduce Electricity Bill: সুপার টিপস! সারারাত AC চললেও নামমাত্র বিদ্যুতের
আরও পড়ুন:-নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।