হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দক্ষিণ ২৪ পরগণা, বেলা বাড়লেই রাস্তায় উধাও চেনা ভিড়

South 24 Parganas News: ৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দক্ষিণ ২৪ পরগনা, বেলা বাড়লেই রাস্তায় উধাও চেনা ভিড়

X
South [object Object]

গরমে অতিষ্ঠ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দারা। সকাল থেকে শুরু হচ্ছে গরমের দাপট। বেলা বাড়লেই রোদের তেজও বাড়ছে। দুপুরে তাপমাত্রা পৌঁছাছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: গরমে অতিষ্ঠ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দারা। সকাল থেকে শুরু হচ্ছে গরমের দাপট। বেলা বাড়লেই রোদের তেজও বাড়ছে। দুপুরে তাপমাত্রা পৌঁছাছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় সাধারণ মানুষজন খুব একটা বাইরে বের হচ্ছেন না। নেহাত প্রয়োজন ছাড়া বের হওয়ার কথা কেউ সাহস করে মুখেও আনছেন না। যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হচ্ছেন, তারাও গাছতলায় অথবা ছায়াঘেরা কোনও জায়গায় আশ্রয় নিচ্ছেন।

অনেকেই ভিড় করছেন ঠান্ডা পানীয়ের দোকানে। বাকি দোকানগুলিতে খরিদ্দার নেই বললেই চলে। সকালের দিকে খরিদ্দার আসলেও বেলা বাড়লে কেউ আসছেন না দোকানে। ভিড় নেই বিভিন্ন অটো ও বাসস্ট্যান্ডে।সকলের মুখে এখন একটাই কথা কবে কমবে এই গরম। তবে সে সম্ভবনা নেই বললেই চলে। সাধারণ মানুষজনকে তাপপ্রবাহের সতর্কতা জারি করে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে বারণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন:- How To Reduce Electricity Bill: সুপার টিপস! সারারাত AC চললেও নামমাত্র বিদ্যুতের

বাইরে বের হলে ছাতা, পানীয় জল সঙ্গে রাখতে বলা হচ্ছে। এই তীব্র গরমে পানীয় জলের সংকট ঘটতে পারে। সেকথা মাথায় রেখে। আগে থেকেই পানীয় জলের গাড়ি নিয়ে আসা হয়েছে। এখন দেখার কবে এই গরমেও হাত থেকে রেহাই পায় সাধারণ মানুষজন।

নবাব মল্লিক

Published by:Arjun Neogi
First published:

Tags: West Bengal Weather Alert