হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
বর-কনে HIV পজিটিভ, মণ্ডপে বিয়ে দিলেন ওঁরা কারা? গোটা সোনারপুর তোলপাড়

Wedding Viral Video|| বর-কনে HIV পজিটিভ, মণ্ডপে বিয়ে দিলেন ওঁরা কারা? গোটা সোনারপুর তোলপাড়

X
title=

Wedding Viral Video: এ এক অন্য বিয়ে। আর পাঁচটা সাধারণ বিয়ের মতো কিছুটা দেখতে হলেও সেটা ভাবলে আপনি ভুল করবেন। এই বিয়ের মধ্যে দিয়েই সমাজের সকল স্তরের মানুষকে যেন বার্তা দিল এইচআইভি পজেটিভ নবদম্পতি।

  • Share this:

সোনারপুর: এ এক অন্য বিয়ে। আর পাঁচটা সাধারণ বিয়ের মতো কিছুটা দেখতে হলেও সেটা ভাবলে আপনি ভুল করবেন। এই বিয়ের মধ্যে দিয়েই সমাজের সকল স্তরের মানুষকে যেন বার্তা দিল নবদম্পতি। এইচআইভি আর পাঁচটা সাধারণ রোগের মতোই, সঠিক চিকিৎসায় এই রোগকেও নিয়ন্ত্রণে রাখা যায় কার্যত সেই বার্তা দিলেন সুনিতা ও সৌমিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণ, পুস্প বৃষ্টির মধ্য দিয়ে এক হল চার হাত।

সুনিতাকে তিন বছর বয়সেই সোনারপুরের আপনজন হোমে নিয়ে আসেন হোম কর্তৃপক্ষ। এইচআইভিতে আক্রান্ত হয়ে সুনিতার বাবা-মা মারা যান। বাবা মায়ের মৃত্যুর পর মেদিনীপুর থেকে সোজা সোনারপুরের এই হোমে আসে সে। সুনিতাও এইচআইভি আক্রান্ত। অন্যদিকে, সৌমিত্র ছোটবেলায় ডিপথেরিয়ার ইঞ্জেকশান নিতে গিয়ে সিরিঞ্জ থেকে এইচআইভি আক্রান্ত হন। দু'জনেই চিকিৎসার জন্য প্রতিমাসে মেডিক্যাল কলেজে যেতেন। আর সেখানেই তাঁদের পরিচয়। প্রথমে ছোট আলাপচারিতা, তারপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর সেই প্রেমই পরিণয়ে পরিণতি পেল।

আরও পড়ুনঃ জয়নগরে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার

এই বিয়ে যে কোনও আর পাঁচটা বিয়ে বাড়িকে ছাপিয়ে গেল। এই বিয়ে দুই এইচআইভি পজেটিভের। নিজেরা শুধুমাত্র এইচআইভি পজিটিভ নন, নিজেরা মনের দিক থেকেও পজিটিভ। আর সেই কারণেই তো সমাজকে বার্তা দিতে এই ধরনের পজিটিভ উদ্যোগ নিতে পারলেন তাঁরা। শুধুমাত্র দু'জন পজিটিভ মানুষের বিয়ে নয়, সমাজকে বার্তা দিতে আরও চমক ছিল এখানে। সমগ্র বিয়ের মন্ত্রচ্চারণ থেকে শুরু করে অগ্নিসাক্ষী হল অন্য ধাঁচে।

আরও পড়ুনঃ সেচের জল এক জায়গায় আটকে রাখার চেষ্টা, বারুইপুরে খেপে উঠলেন কৃষকরা

কন্যা সম্প্রদান নয়, শুভমস্তু রীতিতে হল বিয়ের অনুষ্ঠান। বিয়েতে চার মহিলা পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন এবং সেই মন্ত্রের ব্যাখ্যা করলেন। পাশাপাশি রবীন্দ্রনাথের গান গেয়ে গোটা বিয়ের মঞ্চে একটা আলাদা পরিবেশ তৈরি করেছিলেন। এই বিয়েতে কোনওরকম কার্পণ্য করেননি হোম কর্তৃপক্ষ। মানসিকভাবে পজেটিভ দুটি মানুষ অগ্নিসাক্ষী রেখে মালা বদল করে সাত পাকে বাঁধা পড়েলেন। এ ভাবে বিয়ে করতে পেরে যেমন খুশি নবদম্পতি, তেমনই খুশি বিয়েতে আগত অতিথিরা।

উদ্যোক্তাদের দাবি, সঠিক চিকিৎসা পদ্ধতি পেলে দু'জন পজেটিভ এইচআইভি পিতা-মাতার থেকেও সুস্থ সন্তান পাওয়া সম্ভব। এইচআইভি আক্রান্তদের সমাজ যাতে বাঁকা চোখে না দেখে তাঁদের পাশে দাঁড়ায়, তাঁদেরকে সুস্থ সমাজ উপহার দেয় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

সুমন সাহা

Published by:Shubhagata Dey
First published:

Tags: Sonarpur, Viral Video