দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ। অবশেষে এল বৃষ্টি। আরামের নিশ্বাদ নিল জেলাবাসী। কিন্তু দু'দিনের স্বস্তির বৃষ্টির শেষে আবারও ফিরছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মানুষের মুখের হাসি বেশি সময় টিকবে না। হইহই-রৈরৈ করে আবার আসছে তীব্র গরমের দাবদাহ।
সপ্তাহের শুরুতেই সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টির জেরে স্বস্তি পেয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং,সুন্দরবন, জয়নগর। শুধু মানুষই স্বস্তি পেয়েছিল তা নয়, প্রাণ ফিরে পেয়েছিল মাঠের ধান থেকে সবজি, গাছের ফল। লাগাতার দাবদাহের ফলে নাজেহাল হয়ে পড়েছিল জনজীবন। নদী ,পুকুরে জল শুকিয়ে গিয়েছিল। দেখা দিয়েছিল পানীয় জলের সংকট। এবারের অতিরিক্ত গরমে জল সেচের ব্যবস্থা করলেও সবজির ক্ষেত, মাঠে ফসল বাঁচানো যাচ্ছিল না। তবে এই দু'দিনের বৃষ্টিতে নতুন করে চাষ করা শুরু করেছে চাষীরা। তবে আবারও তীব্র গরমের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, স্বস্তি আর বেশিক্ষণ স্থায়ী নয়। গা-পোড়ানো গরম আসছে আবার। ফলে ফের দুশ্চিন্তায় কৃষকেরা।
প্রসঙ্গত, কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নেমেছে৷ কলকাতার আশে পাশে বৃষ্টিও হয়েছে৷ সোমবার সকাল ও দুপুরের দক্ষিণের একাধিক জেলা, যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া-সহ একাধিক স্থানে নিয়মিত বৃষ্টি হয়েছে৷ তীব্র গরমের পর বৃষ্টির ফলে ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই কমেছে৷ কলকাতায় ৪০ ডিগ্রি থেকে তাপমাত্রা কমে ৩০-এর ঘরে এসে পৌঁছে গিয়েছে৷ স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে লেটেস্ট আপডেটে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সোমবার বিকেলের পর আগামী দু-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে৷ পাশাপাশি, আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Update