রায়দিঘি: ফ্রি-র দিন শেষ, রায়দিঘির ইকো পার্কে পা রাখলে এবার লাগবে নগদ অর্থ। ইতিমধ্যে মথুরাপুর ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেকথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকাটি পার্কের বাইরে টাঙানো হয়েছে। আগে পার্কে প্রবেশের ক্ষেত্রে কোনও রকম টাকা নেওয়া হত না। তবে এবার থেকে পার্কে প্রবেশের জন্য নেওয়া হবে ৫ টাকা করে। মাসিক এককালীন টাকা দিয়ে গোটা মাস ঘোরার বন্দোবস্ত করতে হলে, দিতে হবে ১০০ টাকা। পার্কের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই অর্থ নেওয়া হচ্ছে বলে খবর।
যদিও এই সিদ্বান্তে খুশি নয় স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, স্থানীয়দের জন্য এই নিয়মে শিথিলতা আনলে ভাল হত। কারণ রায়দিঘির গর্বই হল এই দিঘি। এতে স্নান করে, দিঘির পাড়ে গল্প করে বড় হয়েছেন তাঁরা। সেখানে হঠাৎ করে এই নিয়ম জারি হওয়ায় অনেকেই সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন।
আরও পড়ুন: ১০০ কিমি বেগে ঝড়, হুহু করে বাড়বে তাপমাত্রা, মোকার প্রভাবে আবহাওয়ার আজব খেলা! লেটেস্ট ওয়েদার আপডেট
আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুর থেকে উদ্ধার, অবশেষে রাতের বিমানে বাড়ি ফিরলেন ত্রিপুরার পড়ুয়ারা
এ নিয়ে তাঁরা অনেকেই বিক্ষোভ দেখিয়েছেন পার্কের বাইরে। অনেকের দাবি, এই পার্কে তাঁরা কাজ করেছেন নিঃস্বার্থভাবে। এই পার্কের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের আবেগ। এই দিঘি সংস্কারের কাজে সকলেই এগিয়ে এসেছেন। অনেকে নাকি কাজ করেও টাকা পাননি। একাধিক অভিযোগ স্থানীয়দের।
যদিও এই ব্যাপারটি সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন। তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজের টাকা না আসায় সমস্যা হচ্ছে। কিন্তু এর সঙ্গে পার্কের উন্নয়নের জন্য ধার্য টাকার কোনও সম্পর্ক নেই। সেজন্য টাকা মুকুবের প্রশ্নই নেই। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raidighi, South 24 Parganas