দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমার কিশোরীনগরে বাঁশের জেটির উপর দিয়ে বিপজ্জনকভাবে চলছে পারাপার। দীর্ঘ ১০-১৫ বছর ধরে এই জেটি ব্যবহার করছেন স্থানীয়রা। প্রাণের ঝুঁকি নিয়েই গোটা বিষয়টি ঘটছে। কিন্তু আর এই ঝুঁকি নিয়ে পারাপার করতে রাজি নন গ্রামবাসীরা। তাঁরা চান বাঁশের জেটির জায়গায় পাকা সেতু তৈরি করা হোক।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশকে সুস্থ রাখতে জনপ্রতিনিধির মানবিক উদ্যোগ
কিশোরীনগরের এই জেটি দিয়ে ব্রজবল্লভপুরে যাওয়া যায়। জেটিতে আসতে হলে প্রথমে কংক্রিটের সরু স্ল্যাবের উপর দিয়ে আসতে হয় ঘাটে। জোয়ারের সময় সেই স্ল্যাবের উপর দিয়ে জল প্রবাহিত হয়।ফলে বহু সময় পারাপার করতে গিয়ে জামা কাপড় ভিজে একশা হয় গ্রামবাসীদের। ভাটার সময় আবার নতুন সমস্যা সৃষ্টি হয় সেখানে। জল অনেকটাই নিচে নেমে যাওয়ায় কাদার মধ্যে দিয়ে উঠতে হয় নৌকায়। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে সবসময়। অসুস্থ রুগীদের পারাপার করাতে বেগ পেতে হয় নৌকার মাঝি এবং সহযাত্রীদের।
এই জেটিটির অবস্থা বর্তমানে মোটেও ভাল নয়। যেকোনও মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। এদিকে রাতে নৌ চলাচল করলেও কোনও আলোর ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ এই জেটির সমস্যার বিষয়ে একাধিকবার প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। মাঝেমধ্যেই এখান থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে স্থায়ী কংক্রিটের জেটির দাবি তুলেছেন গ্রামবাসীরা।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।