হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
তিন ছানাকে নিয়ে দর্শন দিল শার্দূল সুন্দরী, সুন্দরবনে বাঘের দেখা, দেখুন ভিডিও

South 24 Parganas News: তিন ছানাকে নিয়ে দর্শন দিল শার্দূল সুন্দরী, সুন্দরবনে বাঘের দেখা, দেখুন ভিডিও

X
সুন্দরবনের [object Object]

সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। প্রথম দিন জোড়া বাঘ দেখার সৌভাগ্য হয়েছিল পর্যটকদের। তার পর কয়েকদিনের মধ্যেই একবারে চারটি বাঘের দর্শন মিলল সুন্দরবনে।

  • Local18
  • Last Updated :
  • Share this:

#সুন্দরবন: ফের সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। তবে এবার একটা বা দু'টো নয়, এক সঙ্গে চারটে বাঘের দর্শন পেলেন তাঁরা।

সোমবার সুন্দরবন ভ্রমণের সময় পীরখালির ৫ নম্বর জঙ্গলে এক জায়গায় চারটি শার্দূলের দেখা মিলল। আর তাতেই উচ্ছ্বসিত কলকাতা থেকে বেড়াতে আসা পর্যটক দলটি। তাঁরাই ক্যামেরাবন্দি করেন মা ও তিন বাঘের ছানার ছবি।

আরও পড়ুন: মহিলা বেশে পুরুষ! চন্দননগরের 'বুড়িমা' বরণের অদ্ভূত রীতি, চমকে দেওয়া ভিডিও

সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। প্রথম দিন জোড়া বাঘ দেখার সৌভাগ্য হয়েছিল পর্যটকদের। যাদবপুরের সেই দলে ছিলেন ১৭ জন। তাঁরাই সুন্দরবনের দো বাঁকি জঙ্গলে রয়্যাল বেঙ্গল দেখতে পান। নদীর চরে দুই বাঘের লড়াই। প্রায় ২ মিনিট ধরে সেই লড়াই ক্যামেরাবন্দি হয়েছে।

তার পর কয়েকদিনের মধ্যেই একবারে চারটি বাঘের দর্শন মিলল সুন্দরবনে।

আরও পড়ুন: কৃষ্ণনগরের একমাত্র ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো নুড়িপাড়া বারোয়ারি

শীতের আমেজ আসতে না আসতে আবারও রয়েল বেঙ্গল দর্শনে খুশি পর্যটকেরা। এটা বাড়তি পাওনা বলে মনে করছেন তাঁরা। গত মরশুমে বাঘ দেখতে পাওয়া গেলেও প্রথমবার এভাবে একসঙ্গে চারটি বাঘের দেখা মিলল বলে মনে করছেন পর্যটকেরা।

সুমন সাহা

Published by:Teesta Barman
First published:

Tags: Sundarban news, Tiger