হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
রাতের অন্ধকারে আই সি ডি এস সেন্টারে হামলা

South 24 Parganas News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভাঙচুর, শাসকদলের গোষ্ঠী কোন্দলের অভি‌যোগ

X
হামলা [object Object]

শাসক দলের গোষ্ঠী কোন্দল থেকে বাদ গেল না সরকারি প্রতিষ্ঠান। লাগাতার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

বাসন্তী: শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে রাতের অন্ধকারে আইসিডিএস স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদলের আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অঙ্গনাওয়াড়িকেন্দ্রে হামলা চালায় দুষ্কৃতীরা ভেঙে দেওয়া হয় টিউবেল থেকে শুরু করে রান্নার ঘর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার অন্তর্গত উত্তর ভাঙ্গনখালী এলাকার মোল্লার পাড়াতে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বাসন্তী থানার পুলিশ।

রাতের অন্ধকারে শিশু শিক্ষা কেন্দ্রে দুষ্কৃতী তাণ্ডবের জেরে ক্ষোভ এলাকাবাসীর।এ ছাড়াও এলাকার বেশ কয়েকটি যুব তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা তথা কাঠালবেরিয়া অঞ্চল সভাপতি মোজাম্বেল সর্দারের নেতৃত্বে এই হামলা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্বেল।

আরও পড়ুন:  মিড ডে মিলের খাবারে সোয়াবিনের সঙ্গে ভাসছে ওটা কী! ভয়ানক কাণ্ড

তিনি বলেন, সরকারি আইসিডিএস কেন্দ্রের টিউবওয়েল থেকে জল নিয়ে জমি চাষ, পোল্ট্রি ফার্মে জল দেওয়া হয়, স্থানীয় বাসিন্দারা সেই ঘটনার প্রতিবাদ করার কারণে নিজেরাই এই আইসিডিএস কেন্দ্রে ভাঙচুর করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সুমন সাহা

Published by:Anulekha Kar
First published:

Tags: South 24 Parganas