হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
ফেরিঘাটে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২ দুষ্কৃতী

South 24 Parganas News: ফেরিঘাটে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২ দুষ্কৃতী

ধৃত ২ ডাকাত

ধৃত ২ ডাকাত

পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ফেরিঘাটে গভীর রাতে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পাথরপ্রতিমা : পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ফেরিঘাটে গভীর রাতে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ডাকাতদলকে ঘিরে ফেলে। এবং ঘটনাস্থল থেকে ২ ব‍্যক্তিকে গ্রেফতার করে। ওই ২ ব‍্যক্তির নাম তাইবুল লস্কর ও সাবির হোসেন। সেসময় ঘটনাস্থল থেকে কিছু দূষ্কৃতি পালিয়েও যায়। পলাতক দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ধৃত ২ ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পলাতক ব‍্যক্তিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ফেরিঘাটে ডাকাত আসার খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশের একটি দল হানা দেয় ঘটনাস্থলে। পুলিশের আঁচ পালিয়ে যায় কয়েকজন। পুলিশ তাদেরকে ধাওয়া করে। কাওরাখালিতে দুজনকে ধরে ফেলে। ধৃতরা জগদীশপুরের বাসিন্দা তাইবুল লস্কর (৩৫), তেতুলবেড়িয়ার বাসিন্দা সাবির হোসেন (২৫)।

আরও পড়ুনঃ করোনার সময় প্রথম সারিতে থেকে পরিষেবা! ৩৫০ আশা কর্মীকে সংবর্ধনা

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ তাজা বোমা ও ধারালো অস্ত্র। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯, ৪০২ ধারা ও ৪/৫ ই এস আইনে মামলা রুজু করেছে ঢোলাহাট থানার পুলিশ। বেশ কয়েকমাস ধরে এলাকায় দুষ্কৃতীদের তান্ডব বাড়ছিল। এই খবর পেয়েই সতর্ক ছিল পুলিশ। এই ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত থাকা বাকি ব‍্যক্তিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

Nawab Mallick

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Patharpratima, South 24 Parganas