হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
লুকিয়ে লুকিয়ে নদীর চরের মাটি ও ম্যানগ্রোভ কাটছিল, পুলিশ যেতেই ঘটল এই কাণ্ড

South 24 Parganas News: নদীর চরে মাটি ও ম্যানগ্রোভ কাটছিল, পুলিশ গিয়ে গ্রেফতার করল দু'জনকে

সুন্দরবন এলাকায় অবৈধভাবে গাছ কাটা, নদীর চর থেকে মাটি তুলে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি এই প্রবণতা বেড়েছিল বলে পুলিশের কাছে খবর আসে। সূত্র মারফত পুলিশ জানতে পারে, নামখানা ব্লকের শিবরামপুর পঞ্চায়েতের চিলাপাড়া খালের চর থেকে মাটি কাটা হচ্ছে অবৈধভাবে। এরফলে বেশ কিছু ম্যানগ্রোভ গাছ‌ও কাটা পড়ে।

আরও পড়ুন...
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: নামখানায় নদীর চর ও ম্যানগ্রোভ কাটার অভিযোগে ধৃত দুই। সুন্দরবনের সংরক্ষিত এলাকার প্রকৃতি নষ্টের অভিযোগে ধৃতদের নাম লুৎফর খান ও তাহের খান। এই ঘটনায় একটি জেসিবি মেশিন ও একটি মাটি কাটার ট্রলিও আটক করেছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় অবৈধভাবে গাছ কাটা, নদীর চর থেকে মাটি তুলে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি এই প্রবণতা বেড়েছিল বলে পুলিশের কাছে খবর আসে। সূত্র মারফত পুলিশ জানতে পারে, নামখানা ব্লকের শিবরামপুর পঞ্চায়েতের চিলাপাড়া খালের চর থেকে মাটি কাটা হচ্ছে অবৈধভাবে। এরফলে বেশ কিছু ম্যানগ্রোভ গাছ‌ও কাটা পড়ে।

আরও পড়ুন: সবুজ সাথীর সদ্য পাওয়া সাইকেল নিয়ে বাড়ি ফেরা হল না, মর্মান্তিক দুর্ঘটনায় রাস্তাতেই মৃত্যু দুই ছাত্রীর

এইভাবে খালের চরের মাটি কাটার ফলে বেড়িবাঁধের রাস্তার ক্ষতি হয়। এই ঘটনায় গ্রামবাসীরা পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কয়েকদিন কাটতে না কাটতেই আবারও অবৈধভাবে ওই কাজ শুরু হয়।

এবার অবৈধভাবে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ পায় নামখানা থানার পুলিশ। অভিযান চালিয় ঘটনাস্থল থেকে হাতেনাতে তাহের খান এবং লুৎফর খানকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করে জানার চেষ্টা করছে নামখানা থানার পুলিশ।

এই নিয়ে সুন্দরবন পুলিশ জেলার এসডিপিও দীপাঞ্জন চট্টোপাধ্যায় জানান, অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।

নবাব মল্লিক

Published by:kaustav bhowmick
First published: