হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
সুন্দরবন এলাকার বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে রঙ্গিন মাছ চাষের প্রশিক্ষণ

Sundarban Employment|| সুন্দরবন এলাকার বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে রঙ্গিন মাছ চাষের প্রশিক্ষণ

X
রঙিন [object Object]

Sundarban Employment: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যুবক যুবতীদের স্বনির্ভরতা দিশা দেখাতে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ।

  • Share this:

নিমপীঠ: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যুবক যুবতীদের স্বনির্ভরতা দিশা দেখাতে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ। অ্যাকোরিয়ামের পাশাপাশি পুকুরে রঙিন মাছ চাষ করে আয়ের দিশা দেখাচ্ছে নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র।

অ্যাকোরিয়ামে যে সমস্ত মাছ শোভা পায় সেই সমস্ত মাছ এখন পুকুরেই চাষ করা হচ্ছে। বিভিন্ন রকমের রংবেরঙের মাছ চাষ করে সুন্দরবনের বেকার যুবক-যুবতীরা বেকারত্ব দূর হতে পারে এমনই রঙিন মাছ চাষে।হাতে কলমে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিভাগের কৃষি বিজ্ঞানী তিনি এলাকার আগ্রহী যুবক যুবতীদের নিয়ে একটি কর্মশালা করে সেই কর্মশালায় কী ভাবে চাষ করতে হবে তাঁদের শেখান।

আরও পড়ুনঃ নির্বাচনের স্ট্র্যাটেজি কী হবে? পঞ্চায়েতের আগে ঘর গোছাতে সিপিআইএম কর্মীসভা, শাসককে কটাক্ষ শতরূপের

পাশাপাশি বাড়িতে গিয়ে কিভাবে চাষ করবে তার পরামর্শ দেন।এ বিষয়ে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিভাগের কৃষি বিজ্ঞানী তিনি জানান গ্রামীণ অর্থনীতি বিকাশে মাছ চাষের একটি বিশাল ভূমিকা আছে।

বিজ্ঞানসম্মত মাছ চাষের প্রযুক্তি সঠিক ব্যবহার করার জন্য মাছের উৎপাদন অনেক গুণ বেড়েছে মাছের। প্রযুক্তির মাধ্যমে অধিক পরিমাণ চারা উৎপাদন সম্ভব হয়েছে ও তার চাহিদা পূরণ সম্ভব হয়েছে। এই মাছ চাষের পদ্ধতিকেউ পুকুরে বা চৌবাচ্চায় অথবা অ্যাকোরিয়ামে চাষ করতে পারবেন। কর্মশালা থেকে প্রযুক্তিগত ব্যবহার করে এই মাছ চাষ করতে পারবেন।

এ বিষয়ে প্রশিক্ষণ নেওয়া এক যুবক বলেন, আমি নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে এই রঙিন মাছ চাষের জন্য প্রশিক্ষণ নেয়ার পর নিজের বাড়িতে এই মাছ চাষ শুরু করি। তারপর থেকেই আমি আর ঘুরে তাকাতে হয়নি। আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই মাছ চাষ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে লাভ পেয়েছি। আমি আশা করব সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গ্রামের যুবকরা যদি এই রঙিন মাছ চাষে যুক্ত হয়, তবে অনেকটাই সফল্য পাবে।

সুমন সাহা

Published by:Shubhagata Dey
First published:

Tags: Sundarban