ঝড়খালি: গরমের হাত থেকে বাঘেদের বাঁচানোর জন্য উদ্যোগী হল বনদফতর। গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে। তাপপ্রবাহ শুরু হয়েছে রাজ্যজুড়ে। তাপপ্রবাহের ফলে সাধারণ মানুষের অবস্থা যথেষ্ট নাজেহাল। এই পরিস্থিতিতে সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেরাও যথেষ্ট কাহিল গরমে।
গরমের হাত থেকে তাই এই রয়্যাল বেঙ্গল টাইগারদের বাঁচাতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে ২৪ পরগনা বনবিভাগ। দিনে অন্তত দুবার করে স্নান করানো হচ্ছে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘকে। পাশাপাশি, তাদের জন্য ২৪ ঘণ্টা পাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, ক্রমাগত তাদের ওআরএস মেশানো জল খাওয়ানো হচ্ছে।
আরও পড়ুন: উরুর মধ্য়ে সেলোটেপ দিয়ে আটকানো ওটা কী! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের, অভিনব কায়দায় পাচার
পাশাপাশি, বাঘের খাঁচা সহ একাধিক জায়গায় বড় বড় পাত্র রাখা হয়েছে। এছাড়াও, বাথ টাব থেকে শুরু করে বাঘের বিচরণ ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ছায়া রাখার ব্যবস্থাও করেছে বন দফতর।
এ প্রসঙ্গে, পশু চিকিৎসক সুপ্রভাত সামুই তিনি বলেন, "সারা বছর আমাদের বাঘের জন্য আমরা যে সমস্ত কর্মসূচি নিয়ে থাকি, তার মধ্যে অন্যতম হল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এখন বাইরের প্রচণ্ড গরম৷ তাতে সাধারণ মানুষই নাজেহাল হয়ে পড়ছে। সেই জায়গা থেকে আমরা বাঘেদের স্বস্তি দিতে একটা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিদিন সকালে এবং বিকালে বাঘেদের স্নান করানো হচ্ছে। পাখার ব্যবস্থা করা হয়েছে। তবে খাওয়া দাওয়ার কোনও পরিবর্তন হয়নি, পুরানো খাওয়ানোর যে চার্ট আছে, সেই চাট অনুযায়ী খাওয়ানো হচ্ছে। জল খাওয়ানোর সময় জলের সঙ্গে ভিটামিন সি ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। এই প্রচণ্ড দাবদাহের জন্য।"
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 pargana