গঙ্গাসাগর: ঠিক যেন শুকনো বিস্কুট, হাত দিলেই উঠে যাচ্ছে নতুন তৈরি করা পিচের রাস্তা, সাগরের রাস্তার এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় এলাকা।
সূত্রের খবর সাগরের হাজিমোড় থেকে মহিষামারি বাংলাবাজার পর্যন্ত পিচের রাস্তার রিপেয়ারিং এর কাজ চলাকালীন সময়ে দেখা যায় পিচের আস্তরণ সহজেই উঠে যাচ্ছে। এরপর গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। অনেকেই হাত দিয়ে পিচ তুলতে শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ হাত দিয়ে পিচের রাস্তা তোলা গেলে গাড়ি চলাচল করলে এই রাস্তা আরও খারাপ হয়ে পড়বে। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
আরও পড়ুন - Paschim Medinipur News: পুকুরে ডুবিয়ে রাখা হল চোলাই ভর্তি ড্রাম, তাতেও শেষরক্ষা হল না, পুলিশ যা করল
তারা জানান এই সমস্যার সমাধান না হলে কাজ বন্ধ থাকবে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তারা রাস্তা পরিদর্শনের পর জানান গ্রামবাসীদের দাবির যুক্তি রয়েছে।
সমস্যা যেখানে রয়েছে সেখানে নতুন করে রাস্তা তৈরি করার জন্য আলোচনা করা হচ্ছে। উল্লেখ্য এই রাস্তাটি জিবিডিএর অধীনে তৈরি করা হচ্ছে। রাস্তাটি ২.৫ কিলোমিটার লম্বা ও ৩ মিটার চওড়া। রাস্তায় রিপেয়ারিং এর কাজ চলার সময় এই সমস্যার সৃষ্টি হয়। এই ঘটনায় রাস্তা তৈরির সময় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখবেন সাগর ব্লক অফিসের ইঞ্জিনিয়াররা। রাস্তার খারাপ অংশ বাদে বাকি রাস্তার কাজ চলবে বলে খবর। গ্রামবাসীরা এই রাস্তার কাজ সঠিকভাবে করার দাবি জানিয়েছেন বলে খবর।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bad Road