#হাবড়া: ছেলের মৃতদেহ দুদিন আগলে বসে রইলেন মা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকার।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর ৬৫-র সুনীল দত্ত ও তাঁর মা কমলা দত্ত একই বাড়ীতে দীর্ঘদিন বসবাস করছিলেন৷ দুদিন ধরে হঠাৎ এলাকায় দুর্গন্ধ বের হতে শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির জালনার কাছে গেলে আরও বেশি দুর্গন্ধ বের হতে থাকে৷ প্রতিবেশীরা জানলা দিয়ে দেখতে পান সুনীলের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা কমলা দত্ত। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারাই হাবড়া থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসে।
জানা যাচ্ছে, ছেলের যে মৃত্যু হয়েছে মা সেটা বুঝতেই পারছেন না৷ তাই কারণেই আগলে বসে রয়েছেন মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, বয়সজনিত কারণের জন্য সেভাবে তাল মেলাতে পারেন না কমলা দত্ত। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Jiaul Alamনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death