#সাগর: সংসারে অভাব, আর তা নিয়েই নিত্যদিন লেগেই থাকত অশান্তি। তার জেরেই স্ত্রীকে খুনেরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা এলাকায়। বধূকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে খবর। নিহত মহিলার নাম সাবিলা বিবি(৩৮)। ঘটনায় পুলিশ স্বামী সেখ সোলেনুর, শাশুড়ি ও ভাসুরকে আটক করেছে। দেহ ময়নাতদন্তের জন্য সোমবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ট্রেলারের ধাক্কায় চিঁড়ে চ্যাপ্টা গাড়ি, ভিতরে আটকে ৮ যুবক! হাওড়ায় জোর রক্ষা
স্থানীয় সূত্রে খবর, বছর কুড়ি আগে সাবিলার সঙ্গে সোলেনুরের বিয়ে হয়। দম্পতির তিন সন্তানও আছে। সোলেনুর স্থায়ী কোন কাজ করত না বলে অভিযোগ। তা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই এ নিয়ে ঝগড়া বিবাদ হত। স্থানীয়দের দাবি, খুনের আগে সাবিলা বাঁচার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসেন। সেইসময় স্বামী ও শাশুড়ি পিছনে ধাওয়া করে। পরে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। ইটের আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ।পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime, South 24 Pargana news