পাথরপ্রতিমা: পাথরপ্রতিমায় ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে তাদের পরিচর্যা করছেন শিক্ষিকারা। খাবার পর হাত ধুইয়ে দেওয়া থেকে শুরু করে, নখ কেটে দেওয়া পর্যন্ত সবই করছেন শিক্ষিকারা। ঘটনাটি পাথরপ্রতিমার নেতাজী শিশু শিক্ষা কেন্দ্রের।
ওই স্কুলে বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা ১৫। ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষিকারা। এই স্কুল যাতে ভবিষ্যতে বন্ধ না হয়ে যায় সেজন্য ওই স্কুলের শিক্ষিকারা সবরকম প্রচেষ্টা করছেন। বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সচেতন করা থেকে শুরু করে স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের অসুবিধায় সবরকম ব্যবস্থা নিচ্ছেন শিক্ষিকারা এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের প্রতিদিন নিয়ম করে হাত ধোয়ানো, জামাকাপড় পরিষ্কার আছে কি না লক্ষ রাখছেন তাঁরা।
আরও পড়ুন: নোটিশ পাঠিয়ে কাজ হয়নি, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল বর্ধমান পৌরসভা
এই ঘটনা দেখার পর অনেকেই স্কুলমুখী হবে বলে মনে করছেন ওই স্কুলের শিক্ষিকারা।বর্তমানে ২ জন শিক্ষিকা রয়েছেন পাথরপ্রতিমার নেতাজী শিশু শিক্ষা কেন্দ্রে। দু'জনেই নিজেদের মত করে স্কুলকে বাঁচানোর চেষ্টা করছেন। এ নিয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনুপমা জানা জানিয়েছেন, নিজেদের মত করে স্কুলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তাঁরা । এতে স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে। এই নতুন উদ্যোগ নেওয়ায় আদেও স্কুলে কতটা ছাত্রছাত্রী বাড়ে তাই নিয়েই আশঙ্কায় শিক্ষিকারা।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।