নরেন্দ্রপুর: বাড়িতে একা পেয়ে ছাত্রীকে যৌন নির্যাতন। শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ নবম শ্রেণির ছাত্রীর। জানা যায়, জোর করে নির্যাতন চালানোয় অসুস্থ হয় ছাত্রীটি। তার পরেই বিষয়টি জানাজানি হয়। মাকে পুরো বিষয়টি জানান নির্যাতিতা। তিনি মঙ্গলবার রাতেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়েই সেই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে বুধবার বারুইপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: বৃষ্টির চোখ রাঙানি একাধিক জেলায়, ফের ফিরবে শীতের ঠান্ডা ,রইল ওয়েদার আপডেট
আরও পড়ুন : থরে থরে চিকেন ও চিজ ফুচকা! দম্পতি শুরু করলেন ফুচকা পার্লার
দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানায় ও-ই গৃহশিক্ষককের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় গৃহশিক্ষককে। ধৃতের নাম দেবব্রত মাইতি। ডিএসপি মহিত মোল্লা জানান, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে তিনি পড়াতেন। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তাঁকে আদালতে পেশ করা হবে। ওই শিক্ষক অতীতে এই ধরনের কোনও ঘটনা ঘটিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ওই ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হবে আদালতে।অর্পণ মণ্ডলনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।