হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
ডায়মন্ডহারবারে আয়োজিত লোকশিল্পীদের কর্মশালা

South 24 Parganas: ডায়মন্ডহারবারে আয়োজিত লোকশিল্পীদের কর্মশালা

X
ডায়মন্ডহারবারে [object Object]

ডায়মন্ডহারবারে আয়োজিত হল লোকশিল্পীদের কর্মশালা। এই উপলক্ষ্যে ডায়মন্ডহারবার রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#ডায়মন্ডহারবার : ডায়মন্ডহারবারে আয়োজিত হল লোকশিল্পীদের কর্মশালা। এই উপলক্ষ্যে ডায়মন্ডহারবার রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় ৪০০ লোকশিল্পী অংশগ্রহণ করেছিলেন। লোকশিল্পীদের মাধ‍্যমে সাধারণ মানুষজনের কাছে রাজ‍্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে এই কর্মশালার আয়োজন করা হয়। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ‍্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করেছেন দক্ষিণ ২৪ পরগণা জেলা তথ‍্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকগণ। অনুষ্ঠানে একাধিক হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির অংশ তুলে ধরা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের মহাকুমাশাসক অঞ্জন ঘোষ, বিভাগীয় বন আধিকারিক মিলন মন্ডল, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ সহ ৩ বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব‍্যক্তিরা। অনুষ্ঠানে পাপেট নৃত‍্য, ভাড় যাত্রা, তর্জা গান, কবি গান, কীর্তন গান সহ একাধিক পুরাতন লোকসংস্কৃতির অংশ প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুনঃ শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা ২০২৩-এর প্রস্তুতি

পাপেট নৃত্য পরিবেশন করেন ডায়মন্ডহারবারের শিল্পীরা, ভাড় যাত্রা পরিবেশন করেন কাকদ্বীপের লোকশিল্পীরা, তর্জা গান বারুইপুর ও কবি গান ক‍্যানিং, কীর্তন গান আলিপুরের লোকশিল্পীরা পরিবেশন করেন। এছাড়াও জেলার অন‍্যান‍্য অংশ থেকে শতাধিক লোকশিল্পী এই কর্মশালায় যোগ দিতে ডায়মন্ডহারবার রবীন্দ্রভবন প্রাঙ্গণে আসেন। এই অনুষ্ঠানে লোকশিল্পের প্রদর্শনীর সঙ্গে রাজ‍্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ ভাড়া বাড়ল ডায়মন্ডহারবার-কুঁকরাহাটী ফেরী সার্ভিসের

এই অনুষ্ঠানে বনবিভাগ, স্বাস্থ্য, মৎস‍্য, কন‍্যাশ্রী এবং লক্ষীর ভান্ডারের ভারপ্রাপ্ত আধিকারিকগণ উপস্থিত ছিলেন। তাঁরা সংশ্লিষ্ট দফতরগুলির কাজের খতিয়ান তুলে ধরেন। এছাড়াও একাধিক প্রকল্পে রাজ‍্য সরকারের উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরেন তাঁরা। এই অনুষ্ঠান সম্পর্কে জেলা তথ‍্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন‍্যা মজুমদার জানান এই কর্মশালার প্রধান উদ‍্যেশ‍্য হল রাজ‍্য সরকারের যতগুলি উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার প্রচার এবং প্রসার। লোকশিল্পীদের মাধ‍্যমে যাতে তা সাধরণ মানুষজনের মধ‍্যে ছড়িয়ে দেওয়া যায় তা এই কর্মশালার প্রধান উদ‍্যেশ‍্য।

Nawab Mallick

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Diamond Harbor, South 24 Parganas