হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
‘পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’, গঙ্গাসাগরে এবার বিশেষ ব্যবস্থা!

South 24 Parganas News: ‘পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’, গঙ্গাসাগরে এবার বিশেষ ব্যবস্থা!

মেলামাঠে জেলাশাসক

মেলামাঠে জেলাশাসক

গঙ্গাসাগরে আগত বিপুল সংখ্যক পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে এবার তৈরি হচ্ছে ‘পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’। দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ‍্যোগে এই কাজ করা হচ্ছে। এর ফলে গঙ্গাসাগরে আগত পূণ‍্যার্থীদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#গঙ্গাসাগর : গঙ্গাসাগরে আগত বিপুল সংখ্যক পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে এবার তৈরি হচ্ছে ‘পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’। দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ‍্যোগে এই কাজ করা হচ্ছে। এর ফলে গঙ্গাসাগরে আগত পূণ‍্যার্থীদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এবছর কোভিড বিধি না থাকায়, আসন্ন গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসতে পারে বলে জেলা প্রশাসনের অনুমান। তাই সেদিকটা মাথায় রেখে ২০২৩ সালের গঙ্গাসাগর মেলার পরিবহন ব্যবস্থার প্রস্তুতিতে কোন রকম খামতি রাখতে চাইছে না পরিবহন দফতরও।

পরিবহন দফতর সূত্রের খবর, আইটি ইন্টারভেনশনের মাধ্যমে এবারের মেলার যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। সে দিকে লক্ষ্য রেখেই ‘পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি ডাটাবেস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জিপিএসের মাধ্যমে মাধ্যমে পুলিশ-প্রশাসন বাস এবং ভেসেলের সঠিক অবস্থান, যাত্রীর সংখ্যা এবং চালকের ফোন নম্বর জানতে পারবে। ইতিমধ্যেই বাস এবং নদী পথে ভেসেল ও লঞ্চের রুট ম্যাপ তৈরি করার কাজ চালানো হচ্ছে। এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের ভিড়ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ বকখালিতে পরিবেশ বাঁচাতে তৈরি হচ্ছে বালু ভাস্কর্য, মন মাতাচ্ছে পর্যটকদের

এমনকি ভেসেল চলাচলের সময় নদীর গভীরতাও মাপা সম্ভব হবে। এই সমস্ত কাজের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলা শাসক ও জেলার অন্যান‍্য আধিকারিকগণ সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলকে নিয়ে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গন পরিদর্শন করেন। এরপর তাঁরা সমুদ্রতটের বাঁধ নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখেন। যাত্রীনিবাসের এলাকাও ঘুরে দেখেন। খতিয়ে দেখা হয় কচুবেড়িয়া পয়েন্টে অস্থায়ী জেটি তৈরি ও ড্রেজিংয়ের কাজ।

Nawab Mallick

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Gangasagar, South 24 Parganas