জয়নগর: বর্তমানে অ্যাডিনোভাইরাসে সংক্রমণে আক্রান্ত শিশু থেকে বড়রা। বিভিন্ন বেসরকারি ও সরকারি হাসপাতালে বহু রোগী ভর্তি আছে। চলছে চিকিৎসা। প্রাথমিক কিছু উপসর্গ দেখা দিলেও এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন শিশু ও সাধারণ রোগ বিশেষজ্ঞ ডাঃ অনির্বাণ ঘোষ। জয়নগরের একটি চিকিৎসা কেন্দ্রে রোগী দেখতে দেখতে ডাঃঅনির্বান ঘোষ তুলে ধরেন এই ভাইরাসের খুঁটিনাটি।
তাঁর মতে, মূলত আমরা একটা করে ভাইরাস দেখতে পাচ্ছি আর সেই ভাইরাসগুলি বিখ্যাত হয়ে যাচ্ছে। অযথা আতঙ্ক চারদিকে ছড়িয়ে যাচ্ছে ।আরও বেশি মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই শুধুমাত্র আবহাওয়া পরিবর্তনের জন্য প্রতিবছরই এই রকম হয়। করোনার কারণে আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে।
কি কি উপসর্গ দেখা যাচ্ছে এই জ্বরে- সাধারণ আবহাওয়া পরিবর্তনে ফ্লুয়ের মতো উপসর্গ। জ্বর, গলা ব্যথা, ফুসফুসের সংক্রমণ ও চোখ লাল।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার! ডায়মন্ড হারবারে জলাশয় ঘিরে চাঞ্চল্য
কি করবেন- কিছু কিছু জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। শুধু যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল ব্যবহার করুন। এবং আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। পাশাপাশি যদি দেখেন খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং তা সীমার বাইরে চলে যাচ্ছে এবং জ্বরটা অনেকদিন ধরে রয়ে গেছে তখন তাঁকে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি করাতে হবে। সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লেগে সর্দি কাশি থেকে এই জ্বরটি হচ্ছে।
কি কি করবেন না- বিশেষ করে সকালের দিকে আপনার বাচ্চাকে অযথা বিশেষ দরকার ছাড়া বাইরে বার করবেন না। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত বাচ্চাদের অল্প অল্প এই ধরনের উপসর্গ দেখতে পাচ্ছেন তাঁদেরকে স্কুলে পাঠাবেন না।আপনার বাচ্চা থেকে আরও দশটা বাচ্চা আক্রান্ত হতে পারে। এগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায়। অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই।
আরও পড়ুনঃ এক ফোনেই দুয়ারে হাজির অটো, মরণাপন্ন রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেন বাপিজ্বর হচ্ছে এবং সেরেও যাচ্ছে। তাই বলব, সাবধানে থাকবেন বাচ্চাকে ঠিকঠাক ভাবে রাখুন। পরিচর্যা করুন এবং ঠান্ডা যাতে না লাগে তা দেখুন। যাতে বাচ্চা ঘেমে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই সুস্থ রাখার দায়িত্ব নিজেদের কাছেই থাকলো। খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adenovirus, South 24 Parganas news