হোম /খবর /দক্ষিণবঙ্গ /
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কুলতলিতে

South 24 Parganas News: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কুলতলিতে

গৃহবধূর মৃতদেহ আনা হলো  হাসপাতালে 

গৃহবধূর মৃতদেহ আনা হলো  হাসপাতালে 

South 24 Parganas News: গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কুলতলির মেরিগঞ্জের ডোঙ্গাজোড়ায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কুলতলী: জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের ১১ নম্বর জালাবেরিয়া বঙ্কিম মন্ডলের পোল এলাকার বাসিন্দার গণেশ মণ্ডলের কন্যা সঞ্চিতা মণ্ডল পরিবারের অমতে পালিয়ে কুলতলী থানার মেরিগঞ্জ দুই অঞ্চলের ডোঙ্গাজোড়া এলাকায় রবিন হালদারের পুত্র কৃষ্ণ হালদারের সঙ্গে প্রেম করে বিয়ে বছর কাটতে না কাটতেই ঘটল বিপত্তি।

এদিন রাত্রে ডোঙ্গাজোড়া এলাকা থেকে ১১ নম্বর জালাবাড়িয়া বঙ্কিম মণ্ডলের পোল এলাকায় বাসিন্দা ঐ মহিলার বাপের বাড়িতে খবর আসেতিনি অসুস্থ। মেয়েটির পরিবারের লোকজন তড়িঘড়ি ডোঙ্গা জোড়া এলাকায় গিয়ে মেয়ে নিথর দেহ দেখতে পায়।

আরও পড়ুন -  Minors Drinking Alcohol: কেলেঙ্কারির একশেষ, পিকনিকে মদ খেয়ে মস্তির আশা, ভুল করে বিষ খেল নাবালকরা

তড়ঘড়ি খবর যায় কুলতলী থানায় ।কুলতলী থানার পুলিশ দেহটি জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক মৃত ঘোষণা করায় দেহটি কুলতলী থানার হেফাজতে নেয়। মহিলার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। কিভাবে এই মৃত্যু তা তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে কুলতলী থানার পুলিশ।

Arpan Mandal

Published by:Debalina Datta
First published:

Tags: Kultali, South 24 Parganas