হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
টানটান উত্তেজনায় দৃষ্টিহীনদের ফুটবল খেলা! ভিডিও নিমেষেই ভাইরাল

South 24 Parganas News: টানটান উত্তেজনায় দৃষ্টিহীনদের ফুটবল খেলা! ভিডিও নিমেষেই ভাইরাল

X
South [object Object]

দৃষ্টিহীনদের ফুটবল খেলা, শুনেছেন কখনও। না শুনে থাকলেও, এটাই সত‍্যি। এবছর ১৭ থেকে ২০ মে সপ্তম ন্যাশনাল ব্লাইন্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে টাটা, জামশেদপুরে। আর সেখানেই অংশ নেবে বাংলার দল।

  • Share this:

বেহালা: দৃষ্টিহীনদের ফুটবল খেলা, শুনেছেন কখনও। না শুনে থাকলেও, এটাই সত‍্যি। এবছর ১৭ থেকে ২০ মে সপ্তম ন্যাশনাল ব্লাইন্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে টাটা, জামশেদপুরে। আর সেখানেই অংশ নেবে বাংলার দল।

কলকাতার অদূরে বেহালায় ২০১৭ সালে গড়ে উঠেছিল ফুটবল অ্যাসোসিয়েশন ফর দা ব্লাইন্ড অফ বেঙ্গল। তারাই রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে আগত দৃষ্টিহীন ছেলে এবং মেয়েদের নিয়ে পৃথক দল তৈরি করে।
ঠিক কিভাবে হয় এই খেলা, বিভিন্ন ধরনের বিয়ারিং এর লোহার বল ব্লাডারের মধ্যে পুরে তৈরি বিশেষ বলে খেলা হয় এই ফুটবল। যা শুধুমাত্র শ্রবণ শক্তির দ্বারা অনুভব করে খেলতে হয়।

সাধারণ ফুটবল খেলার ক্ষেত্রে মাঠে ১১ জন খেলোয়াড় থাকলেও, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে এই খেলায় মাঠে থাকেন ৭ জন। এই বিশেষ ধরনের খেলায় সম্পূর্ণ দৃষ্টিহীন থাকেন চারজন। গোলকিপার থাকেন একজন, তাকে সহযোগিতা করেন একজন গাইড। এছাড়াও মাঠে থাকেন আরও দুইজন আংশিক দৃষ্টিহীন ব‍্যক্তি।

আরও পড়ুন: Birbhum News: জেলার অন্যতম প্রাচীন মন্দির কিন্তু সেই মন্দিরে নেই কোন বিগ্রহ

আরও পড়ুন: Hooghly News: ৪ বছরে ৩ জন! নাটকে মৃত্য়ুর দৃশ্যে অভিনয় করার পরদিন আকস্মিক মৃত্যু, উত্তাল হুগলি!

এ বিষয়ে সংগঠনের সচিব গৌতম দে জানান, দৃষ্টিহীনদের ফুটবল খেলায় বাংলার ছেলে এবং মেয়েদের দল খেলতে যাচ্ছে এটা খুব গর্বের বিষয়। তারা সকলেই বর্তমানে বেহালাতে কঠোর অনুশীলন করছেন। এই ফুটবল টিমের উন্নতি কামনায় সকলকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।

নবাব মল্লিক

Published by:Arjun Neogi
First published:

Tags: South 24 Parganas news