হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অতর্কিতে ধারালো অস্ত্রের হামলা রক্তাক্ত বেশ কয়েকজন, আক্রমণকারীকে গণধোলাই

South 24 Parganas News: মারাত্মক, নেশাগ্রস্ত অবস্থায় অতর্কিতে ধারালো অস্ত্রের হামলা রক্তাক্ত বেশ কয়েকজন

নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় গুন্ডামি

নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় গুন্ডামি

নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় গুন্ডামি ও একাধিক ব্যাক্তিকে ধারালো অস্ত্রের কোপ। গ্রামবাসীদের বেধড়ক মারধর করে বেঁধে রাখে অভিযুক্তকে, খবর পেয়ে জয়নগর থানার পুলিশ উদ্ধার করে৷

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জয়নগর: অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা রক্তাক্ত বেশ কয়েকজন অভিযুক্তকে গণধোলাই দিল এলাকাবাসীর নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় গুন্ডামি ও একাধিক ব্যাক্তিকে ধারালো অস্ত্রের কোপ। গ্রামবাসীদের বেধড়ক মারধর করে বেঁধে রাখে অভিযুক্তকে, খবর পেয়ে জয়নগর থানার পুলিশ উদ্ধার করে অভিযুক্তকে।

মঙ্গলবার সকালে জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত দেবাশিষ হালদার। অভিযোগ ওই ব্যক্তির পিছন থেকে অতর্কিত হামলা চালায় হৃষিকেশ হালদারকে,তাকে বাঁচাতে গিয়ে আহত হন পাঁচু গোপাল মন্ডল ও পঙ্কজ মন্ডল সহ বেশকয়েকজন , আহতদের বর্তমানে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে অভিযুক্ত দেবাশীষ হালদারকে এলাকার মানুষ ধরে ফেলে মারধর করে জয়নগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন - South 24 Parganas News: কথায় কথায় কলকাতায় ছোটা বন্ধ, ইঞ্জিনিয়ারিং টেস্টিং ল্যাবরেটরি এখন জয়নগরে

আহতের স্ত্রি সুজাতা হালাদার, অভিযোগ করেন তার স্বামি,হৃষিকেশ হালদার বাড়িতে আত্মীয়-স্বজন এসছে,তাই সকাল সকাল মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় তার ওপর এ হামলা চালায় দেবাশীষ, অতর্কিতে পিছন থেকে মাতায় বাঁশ দিয়ে মারেআশেপাশের মানুষজন বাঁচাতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হৃষিকেশ ।

আরও পড়ুন -  South Bengal Weather Update|| ধাঁইধাঁই ব্যাটিং করছে তাপমাত্রার পারদ, তবে সামনেই কালবৈশাখীর তুলকালাম

পুলিশ সূত্রে খবর হরিনারায়নপুর গ্রামের গন্ডগোলের খবর আসার সঙ্গে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয় গ্রামে সেখানে গিয়ে আহত অবস্থায় দেবাশীষ হালদাকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য পাঠায় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।অর্পন মন্ডল

Published by:Debalina Datta
First published:

Tags: Attack, South 24 Parganas