হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
রাত হলেই কেউ যেতে চাইতেন না এই এলাকায়! শেষে পুলিশ আসতেই যা হল

South 24 Parganas News: রাত হলেই কেউ যেতে চাইতেন না এই এলাকায়! শেষে পুলিশ আসতেই যা হল

গ্রেফতার ২ যুবক

গ্রেফতার ২ যুবক

সাট্টা, জুয়া সহ বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে দক্ষিন বারাসত থেকে ধৃত দুজনকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হল

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    জয়নগর: গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ বেআইনি জুয়ার ঠেকে হানা দিয়ে বেলিয়াডাঙা থেকে দুজনকে গ্রেফতার করল। সাট্টা, জুয়া সহ বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে দক্ষিন বারাসত থেকে ধৃত দুজনকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

     

    বুধবার রাতে জয়নগর থানার পুলিশের টিমের বিশেষ অভিযানে জয়নগর থানার দক্ষিন বারাসত থেকে সাট্টা, জুয়া সহ বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে গগন মোদক ও চন্দন রায়চৌধুরী নামে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত গগন মোদকের বাড়ি দক্ষিন বারাসতের বেলিয়াডাঙা ও ধৃত চন্দন রায়চৌধুরীর বাড়ি দক্ষিন খাটসাড়া এলাকায়।

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকায় রাতে সাট্টা ও জুয়ার আসর বসতো এই এলাকায়। এবং মাঝে মধ্যে এই বেআইনি কাজকর্ম জন্য ঝামেলা হামেশাই লেগে থাকত। তবে পুলিশ তৎপর হয়ে দুজনকে গ্রেফতার করেছে।

    আরও পড়ুূন,  নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

    আরও পড়ুন, 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', মমতাকে কে বলল এমন কথা?

    এলাকার বাসিন্দাদের দাবি, পরবর্তীকালে যদি পুলিশ আরও বেশি তৎপর হয় এবং এই ধরনের বেআইনি কার্যকলাপ যদি বন্ধ করে দেয় তাহলে এলাকাবাসী অনেকটাই উপকৃত হবেন।

    সুমন সাহা

    First published:

    Tags: Crime, Police