হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
পুলিশের কাছে একটা ফোন! রাতভর পিছু ধাওয়া...অবশেষে যা হল

South 24 Parganas News: পুলিশের কাছে একটা ফোন! রাতভর পিছু ধাওয়া...অবশেষে যা হল

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ দুষ্কৃতী

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ দুষ্কৃতী

South 24 Parganas News: বাড়ির মহিলাদের মারধরের পাশাপাশি সোনার গয়না ও নগদ বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    ঢোলাহাট: ডাকাতির ঘটনায় তদন্তে নেমে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের জালে গ্রেফতার ৪ দুষ্কৃতী। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২রা জানুয়ারি মধ্যরাতে ঢোলাহাট থানার অন্তর্গত বকুলতলা গ্রামের মধ্য রাতে একটি বাড়িতে ৫ জন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে এবং বাড়িতে লুটপাট চালায়।

    বাড়ির মহিলাদের মারধরের পাশাপাশি সোনার গয়না ও নগদ বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর পরিবারের তরফ থেকে লোকজনেরা ঢোলাহাট থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়ির মহিলাদের বয়ান শুনে তদন্ত শুরু করে। তদন্ত নেমে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে ঢোলাহাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানে গ্রেফতার হয় ৪ দুষ্কৃতী।

    দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম। এর পাশাপাশি উদ্ধার হয় সোনার গয়না ও নগদ টাকা। অভিযুক্তদের নাম ইদ্রিশ মোল্লা , আয়নাল হক, সইফুদ্দিন গাজি, রউফ আলি মোল্লা। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের শনিবার কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করা হয়েছে ঢোলাহাট থানার পুলিশের পক্ষ থেকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতিপ্রকৃতি এগোতে চায় ঢোলাহাট থানা পুলিশ। ধৃতদেরকে জিজ্ঞাসা করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে চায় পুলিশ।

    আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু

    আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

    এই বিষয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর জানান, ২রা জানুয়ারি ঢোলাহাট থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চালানো হয়। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এছাড়াও উদ্ধার হয় নগদ টাকা ও সোনার গয়না।

    সুমন সাহা

    First published:

    Tags: Arrest, Crime, Crime News, Police, South 24 Parganas news