হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
সুন্দরবনে মউলিদের উপর জলদস্যু হামলা! এই ঘটনায় আপনিও শিহরিত হবেন

South 24 Parganas News: সুন্দরবনে মউলিদের উপর জলদস্যু হামলা! এই ঘটনায় আপনিও শিহরিত হবেন

সুন্দরবনে মউলিদের ওপর জলদস্যু হামলা

সুন্দরবনে মউলিদের ওপর জলদস্যু হামলা

সুন্দরবন এলাকার গোসোবা ব্লকের সাতজেলিয়া দয়াপুর থেকে সাতজন মউলির একটি দল সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে গভীর রাতে সুন্দরবনের পঞ্চমুখানি তিন নম্বর জঙ্গলে কাছে জলদস্যুরা আক্রমণ করে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সুন্দরবন: সুন্দরবন এলাকার গোসোবা ব্লকের সাতজেলিয়া দয়াপুর থেকে সাতজন মউলির একটি দল সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে গভীর রাতে সুন্দরবনের পঞ্চমুখানি তিন নম্বর জঙ্গলে কাছে জলদস্যুরা আক্রমণ করে।

প্রায় কুড়ি জনেরও বেশি জলদস্যু ওই দুটো নৌকাকে ঘিরে ফেলে। মউলিদের কাছ থেকে মধু সহ বেশ কিছু জিনিস ছিনতাই করে নেয়। ওই জলদস্যুদের হাত থেকে দুজন মউলি কোনভাবে তাদের জিনিস ছিনিয়ে পালিয়ে আসে। ওই দুজন মউলি বনদফতর এর কাছে পুরো বিষয়টি খুলে বললে। বনদফতরের কর্মীরা ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি পাঁচ জনকে উদ্ধার করে।

আরও পড়ুন: নদী বাঁধে বড়সড় ধস! আতঙ্কে এলাকাবাসি

সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প থেকে বনদফতরের দুটি নৌকাসহ একটি দল গিয়ে মউলিদের উদ্ধার করে। এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সহ অধিকর্তা জোন্স জাস্টিন জানিয়েছেন যে মউলিরা জলদস্যুদের কবলে পড়েছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারপর যে যার ঘরে ফিরে গিয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগণায় পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সূচনা, তৈরি হবে ১৬৬৭ কিলোমিটার রাস্তা

সবার বাড়ি গোসবা সাতজেলিয়ার দয়াপুর এলাকা। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে তিনি বিস্তারিত জানিয়েছেন। এই ঘটনার পর থেকে আরও তৎপর হয়েছে বনদফতর। সুন্দরবনের নদীপথে পেট্রোলিং আরও বাড়ানো হবে।

সুমন সাহা
Published by:Sayani Rana
First published:

Tags: South 24 Parganas, South 24 Parganas news