হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিসে রেশনকার্ড, জবকার্ড-সহ একাধিক নথি উদ্ধার!

South 24 Parganas News: প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিসে রেশনকার্ড, জবকার্ড-সহ একাধিক নথি উদ্ধার! তারপরের ঘটনা শুনলে চোখ কপালে উঠবে

ডায়মন্ডহারবার

ডায়মন্ডহারবার

প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিসে মিলছে অনেক রেশনকার্ড, জবকার্ড-সহ একাধিক নথি।

  • Share this:

ডায়মন্ডহারবার: প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিসে মিলছে অনেক রেশনকার্ড, জবকার্ড-সহ একাধিক নথি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ডহারবার ১ নং ব্লকের নেতড়াতে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিস থেকে মিলেছে এলাকার উপভোক্তার রেশনকার্ড, জবকার্ড, স্বাস্থ্যসাথী-সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের নথি।

মিলেছে ত্রাণের তার্পোলিন, জামাকাপড়ও। বর্তমান পঞ্চায়েত প্রধান নিজে প্রাক্তন প্রধানের অফিসের তালা ভেঙে উদ্ধার করে সেই সামগ্রী। ঘরের তালা ভেঙে সামগ্রী উদ্ধারের ঘটনায় বর্তমান প্রধান নন্দিতা ঘোষ, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, বিডিও ও থানায় অভিযোগ দায়ের করেছেন। পাল্টা প্রাক্তন প্রধান ওদুদ গাজিও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: খেজুর গাছে ওটা কী? মৌসুনীতে আতঙ্কিত এলাকাবাসী

অভিযোগ পাওয়ার পর ডায়মন্ড হারবার -‌১ নম্বর ব্লকের যুগ্ম বিডিও পঞ্চায়েত পরিদর্শন করেন। প্রাক্তন প্রধানের ঘরের তালা খুলে বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। কিন্তু উদ্ধারের সময় সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ ছিল। বর্তমান পঞ্চায়েত প্রধান নন্দিতা ঘোষ জানিয়েছেন, এলাকার মানুষ পরিষেবা না পেয়ে আমার কাছে আসছিলেন। তখনই পঞ্চায়েতের পাশে প্রাক্তন প্রধানের ব্যবহার করা ঘরের তালা ভেঙে ঢুকি। প্রচুর রেশনকার্ড, জবকার্ড, স্বাস্থ্যসাথী কার্ড সহ ত্রাণের সামগ্রী মিলেছে।

আরও পড়ুন: ব্যাঙ্কের পাস বই বকখালি থেকে বাড়ি ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে

মহকুমাশাসক ও বিডিওকে অভিযোগ জানিয়েছি। অভিযুক্ত প্রাক্তন প্রধান ওদুদ গাজি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফোনও ধরেন নি। ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দাস বলেন, “পঞ্চায়েত সংলগ্ন একটি অফিস নিয়ে সমস্যা তৈরী হয়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘর থেকে কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। সেগুলি আমার হেফাজতে আছে।”

নবাব মল্লিক

Published by:Sayani Rana
First published:

Tags: South 24 Parganas, South 24 Parganas news