মথুরাপুর: মোবাইল ফটোগ্রাফি কনটেস্টে আগ্রহ বাড়ছে যুবক-যুবতীরদের। সম্প্রতি মথুরাপুরের কৃষ্ণচূন্দ্রপুরে আয়োজিত হওয়া যুব উৎসবে সেই চিত্র উঠে এল। সেখানে অন্যান্য সকল প্রতিযোগিতার থেকে, এই মোবাইল ফটোগ্রাফি বিভাগে অধিক সংখ্যায় নমিনেশান জমা পড়ে ছিল।
বর্তমান সময়ে যুবক-যুবতীদের সর্বক্ষণের সঙ্গী মোবাইল। সেই মোবাইলে ছবিও তুলে রাখেন অনেকেই। তবে মোবাইলে তোলা সেই ছবি যে প্রতিযোগিতার বিষয় হতে, তা ভেবে অনেকেই প্রথমে আশ্চর্য হয়েছিলেন।
মথুরাপুরের যুব উৎসবে এরকম প্রায় ৫০ টি ছবি জমা পড়ে। যেগুলি সাধারণ মোবাইল থেকে তোলা হয়েছে। ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: ভাত খেতে ডাকায় মাকে কুপিয়ে খুন করল ছেলে! ঘটনা শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রর উপনির্দেশক অশোক সাহা, তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপী হালদার, নমামী গঙ্গা প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর সুজিত ভান্ডারী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: মূল অভিযুক্ত-সহ বিষ্ণুপুরের ৪ দুষ্কৃতী গ্রেফতার নামখানার মৌসুনি থেকে
এ নিয়ে শুভজিৎ হালদার নামের এক প্রতিযোগী জানান, মোবাইলে তোলা ছবি যে প্রতিযোগিতায় স্থান পাচ্ছে, এটা ভেবে খুবই খুশি তিনি। তার মতো আরও অনেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।