হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
বিধায়কের এ কেমন ছবি! যাত্রায় নজর কাড়লেন রাজ্যের এই বিধায়ক

South 24 Parganas News : বিধায়কের এ কেমন ছবি! যাত্রায় নজর কাড়লেন রাজ্যের এই বিধায়ক

X
মঞ্চে [object Object]

South 24 Parganas News: প্রশংসা কুড়িয়েছেন ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পাথরপ্রতিমা: সারা বছর বিধায়ককে দেখা যায় স্থানীয় মানুষদের অভাব অভিযোগ শুনতে, সমস্যা সমাধান করতে। কিন্তু এবার সেই বিধায়ককে দেখা গেল অন্য এক ভূমিকায়। দর্শকদের মনোরঞ্জন করতে তিনি এবার যাত্রা মঞ্চে। তাঁর অভিনয় দক্ষতা দিয়ে মন কাড়লেন দর্শকদের।

দক্ষিণ ২৪ পরগনা জেলার তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের বাসন্তী ময়দানে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শেষ দিনে যাত্রাপালায় অভিনয় করে দর্শকদের মন কাড়লেন পাথর প্রতিমার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও সেচ দফতরের চেয়ারম্যান সমীর কুমার জানা। ৩ ঘণ্টার সেই যাত্রাপালায় অত্যন্ত নিপুণভাবে তিনি তাঁর শিল্পী কৌশলী মনোভাব অভিনয় দক্ষতার মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরেছেন।

প্রশংসা কুড়িয়েছেন ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের। মন কেড়েছেন মঞ্চের সামনে থাকা অগণিত দর্শকদের। সেই যাত্রাপালা দেখতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহাকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়।"বাবা কেন চাকর" যাত্রাপালায় বাবা ধর্মদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মুখ্য ভুমিকায় অভিনয় করেন বিধায়ক সমীর কুমার জানা। তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মন কাড়ে। হাজার হাজার দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে বাসন্তী ময়দান।

আরও পড়ুন, প্রয়াত জটু লাহিড়ি, শিবপুরের টানা ৫বারের বিধায়ক ছিলেন তিনি

আরও পড়ুন, টাকা দিয়ে বাম বিধায়ক কিনেছিলেন, সাগরদিঘির সভা থেকে এ কী বললেন শুভেন্দু!

অন্যান্য চরিত্রে অভিনয় জেলা পরিষদ সদস্য মনুশ্রী মন্ডল ও কর্মাধ্যক্ষ মতিলাল মাইতি। এ নিয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানিয়েছেন সমাজে তথ্য ও সংস্কৃতির চর্চা করা খুবই প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যে নিরলস কর্মসূচি গ্রহণ করে চলেছেন। তারই অঙ্গ হিসাবে পাথরপ্রতিমায় এই যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণ করে খুবই ভাল লাগছে।

নবাব মল্লিক

Published by:Suvam Mukherjee
First published:

Tags: MLA