হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
রাস্তার ধারে কাতরাচ্ছিল অসহায় বোবা কুকুর, রক্ষা করলেন এই যুবক

South 24 Parganas News: রাস্তার ধারে কাতরাচ্ছিল অসহায় বোবা কুকুর, রক্ষা করলেন এই যুবক

X
অবশেষে [object Object]

South 24 Parganas News: এখন অনেকটা সুস্থও হয়ে গিয়েছে কুকুরটি।

  • Share this:

    দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার ধারে বেশ কিছুদিন ধরে কাতরাচ্ছিল একটি সারমেয়। সেই কুকুরটিকে উদ্ধার করে সুস্থ করে তুললেন এক পশুপ্রেমী যুবক। এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ বারাসাতের ভট্টাচার্য পাড়া। বেশ কিছুদিন অসুস্থ হয়ে রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছিল একটি বিদেশি কুকুর। হয়ত করোর পোষ্য ছিল সে। কিন্ত সেই কুকুরটি বোবা। কুকুরের পরিচিত ডাক তার মুখে নেই।

    সেই জন্যই কেউ বা কারা রাস্তায় ফেলে চলে গিয়েছে। এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসলেও কেউ গুরুত্ব দেয়নি। সবাই এড়িয়ে চলে যান। তবে এই পশুপ্রেমীর চোখে পড়ে যায় ওই কুকুরটি। শেষ পর্যন্ত সেই অসুস্থ কুকুরটিকে তিনি বাড়িতে নিয়ে যান। তারপর চিকিৎসা শুরু হয়েছে। এখন অনেকটা সুস্থও হয়ে গিয়েছে কুকুরটি।

    এখন সেই কুকুরটি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। তবে কুকুরটি ডাক দিতে পারে না। এ ব্যাপারে ওই যুবক জানিয়েছেন যদি অসুস্থ অবস্থায় কুকুরটি কে বা কারা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে খুব অপরাধ করেছে তারা। পরে জানতে পারলাম সে শব্দ করতে পারে না। এ ঘটনা যদি নিজের সন্তানের হতো, তাহলে কি ফেলে দিয়ে চলে যেতে এইভাবে? অবলা জন্তু বলে কি তার উপর এই নির্মম ব্যবহার।

    আরও পড়ুন,  কুকুর কেন গাড়ির পিছনে তাড়া করে? আসল কারণ জানলে হতবাক হবেন

    আরও পডুন, এসকেলেটরে ওঠার শখ এই সারমেয়র! দেখুন মজাদার ভিডিও

    তিনি আরও বলেন, এখন কুকুরটিকে সুস্থ। আমার নিজের ছেলের মতো ভাবে আমি তাকে মানুষ করছি। সবাইকে বলবো এরকম কোন কাউকে দেখলে এড়িয়ে না গিয়ে, চিকিৎসা করিয়ে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়া উচিত। জানা গিয়েছে, ওই যুবকের বাড়িতে আরও বেশ কিছু কুকুর রয়েছে। প্রতিদিন নিজের বাড়িতে রান্না করে এলাকার কুকুরদের প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থা করে তিনি।

    সুমন সাহা

    First published:

    Tags: Dog