হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বর্ষার আগে নিকাশি ব্যবস্থা উন্নতিতে সোনারপুরে আদিগঙ্গা পরিদর্শনে সেচ মন্ত্রী

South 24 Parganas News: বর্ষার আগে নিকাশি ব্যবস্থা উন্নতিতে সোনারপুরে আদিগঙ্গা পরিদর্শনে সেচ মন্ত্রী

X
আদিগঙ্গার [object Object]

বর্ষার আগে কলকাতা লাগোয়া সোনারপুরে আদিগঙ্গা পরিদর্শন করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সোনারপুরের খেয়াদহ ১ ও ২, কামরাবাদ, বনহুগলী ও রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত আদিগঙ্গা পরিদর্শন করেন তিনি। কোথাও যাতে জল না জমে নিকাশী ব্যবস্থা উন্নত করতেই এই পরিদর্শন

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সোনারপুর: বর্ষার আগে কলকাতা লাগোয়া সোনারপুর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সোনারপুরের খেয়াদহ ১ ও ২, কামরাবাদ, বনহুগলী ও রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত আদিগঙ্গা পরিদর্শন করেন তিনি। বর্ষায় কোথাও যাতে জল না জমে, নিকাশী ব্যবস্থা উন্নত করতেই এই পরিদর্শন।

আদিগঙ্গার দুই পাড় দখল করে নানান জায়গায় অবিলম্বে দখলদারি তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। আদি গঙ্গার পাড় দখল করে অনেক জায়গাতেই অসামাজিক কাজকর্ম চলছে বলে অভিযোগ। সেই বিষয়টিও প্রশাসনকে দেখার নির্দেশ দেন।

আরও পড়ুন -  Wedding Viral Video|| বর-কনে HIV পজিটিভ, মণ্ডপে বিয়ে দিলেন ওঁরা কারা? গোটা সোনারপুর তোলপাড়

সেচমন্ত্রীর সঙ্গেছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। ছিলেন সেচ দফতরের আধিকারিক ও রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিক এবং বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভার সদস্যরা।এ ব্যাপারে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি জানান এই সমস্ত এলাকায় যেসব যে খাল গুলি আছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যাতে এগুলি সংস্কার করা যায়। সেগুলি দেখে নেয়া পাশাপাশি এই খালগুলি সংস্কার হলে প্রায় কুড়ি কিলোমিটার এর কাছে তাতে প্রচুর চাষি উপকৃত হবে।

আরও পড়ুন -  Howrah News: পাঁচলার এই পঞ্চায়েতের কাজ নিয়ে গ্রামবাসীরা আড়াআড়ি দু'ভাগে বিভক্ত

সে ব্যাপারে দক্ষিণ ২৪ পরগণার  স্থানীয় বিধায়ক এলাকার সাধারণ মানুষ বারবার আবেদন করেছিল এই খাল গুলি যাতে সংস্কার করা যায়। সেই কারণে আজ সেগুলি পরি দর্শনে এসেছি কিভাবে সে কাজগুলি করা যায়। পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা বলে সমস্যার যাতে সমাধান করা যায় সেই বিষয়ের উপরে দেখা হচ্ছে।তিনি আরো বলেন আমার সঙ্গে দফতরের ইঞ্জিনিয়াররা সঙ্গে আছে তারাও বিষয়টি দেখলেন।বিষয়টি আমরা দেখলাম যত দ্রুত সম্ভব এই কাজগুলি শুরু করা যায়।Suman Saha

Published by:Debalina Datta
First published:

Tags: Panchayat Election 2023, Sonarpur