কুলতলি : খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ শতাধিক ও বেশি। গ্রামে পাঠানো হলো বিশেষ চিকিৎসার বিশেষ টিম। ও এলাকা থেকে সংগ্রহ করা হলো সেই খাবার। বাড়ানো হল জয়নগর জামতলা গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা।
এই বিষক্রিয়া ছেড়ে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে কুলতুলি ব্লকের পাখিরালা গ্রামে৷ মৄতের নাম হাফিজা সর্দার (১১) ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়৷ গ্রামবাসী ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ সেখানেই সবাই খাওয়াদাওয়া করে ৷
তারপর ভোররাত থেকে শুরু হয় শরীর খারাপ ৷ অধিকাংশই শিশু বলে জানা গেছে ৷ অসুস্থদের কিছু মানুষকে স্থানীয় ডাক্তারের কাছে আর অধিকাংশ অসুস্থ মানুষকে নিয়ে আসা হয় কুলতুলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ৷ কুলতুলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল জানান মোট ১৫০ জন মত অসুস্থকে নিয়ে আসা হয়েছিল ৷ এরমধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে ৷ ৩০ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে ৷ ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি ৷
আরও পড়ুন - Minors Drinking Alcohol: কেলেঙ্কারির একশেষ, পিকনিকে মদ খেয়ে মস্তির আশা, ভুল করে বিষ খেল নাবালকরা
এলাকার বাসিন্দা ইমদাদুল্লা শেখ ও হায়দার মোল্লা জানান ভোররাত থেকেই এলাকার বহু মানুষের শারীরিক সমস্যা দেখা দেয় ৷ আরেক বাসিন্দা মঞ্জিলা মোল্লা জানান বাচ্চাদের পায়খানা ও বমি হচ্ছে ৷ খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ধরনের সমস্যা বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল ৷
আরও পড়ুন - Shani Dev Sanket: আপনি কি শনিদেবের আশীর্বাদ ধন্য, ইঙ্গিত দেন তিনিই, মিলিয়ে নিন
এইরকম একটা পরিস্থিতিতে হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ এলাকার বাসিন্দাদের ৷ তাদের অভিযোগ পর্য়াপ্ত পরিকাঠামো নেই ৷ এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান তাদের ৩০ বেডের হাসপাতাল ৷ পরিকাঠামো অনুযায়ী তারা সবার চিকিৎসার ব্যবস্থা করছেন ৷ অনেককেই নিমপীঠ ও পদ্মেরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে প্রশাসন সুত্রে খবর ৷
মৄত হাফিজা সর্দারের আত্মীয় মহম্মদ কুমার আলি সর্দার ও আবু বক্কর সর্দার জানান ভোররাত থেকে হাফিজার শরীর খারাপ শুরু হয় ৷ তারা প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান ৷ শারীরিক অবস্থার অবনতি হবে বারুইপুর নিয়ে যাওয়ার পথে তার মৄত্য হয় ৷ দেহ আপাতত মর্গে রাখা হয়েছে ৷ আজ দেহের ময়নাতদন্ত করা হবে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কুলতুলির বিধায়ক গনেশ মন্ডল ৷ তিনি জানান এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে ৷
Suman Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Food, Kultali, South 24 Parganas