জয়নগর: পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় গুরুতর যখম উচ্ছমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। আহত ছাত্রের নাম রেফাজ উদ্দিন গাজী। বাড়ি মগরাহাট থানা এলাকার মুলটি গ্রামের বাসিন্দা ।
পরিবার সূত্রে জানা যায়, মুলটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রেফাজ উদ্দিন গাজী বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন বাড়ি থেকে নিজেই বাইক চালিয়ে রওনা হয়। পরীক্ষা কেন্দ্র ছিল যুগদিয়া হাই মাদ্রাসা। রাস্তায় আচমকাই দুর্ঘটনার সম্মুখীন হয়। উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকের। ডান পায় গুরুতর চোট লাগে পরীক্ষার্থীর। শরীরের বিভিন্ন অংশে কেটে-ছিঁড়ে যায়। তড়িঘড়ি অন্য এক বাইক আরোহী তাঁকে নিয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
পুলিশের তরফ থেকে রেফাজ উদ্দিন গাজীকে জানানো হয়, সে হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারে, প্রয়োজনে সেই ব্যবস্থা করা হবে। কিন্তু চোট এতটাই গুরুতর ছিল যে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারে না ছাত্র।
এদিন ছিল ইংরেজি পরীক্ষা। পরীক্ষা না দিতে পারায় মানসিকভাবে ভেঙে পড়েছে আহত রেফাজ উদ্দিন গাজী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাত্রের ডান পায়ের হাঁটুতে গুরুতর চোট লেগেছে। এক্স-রে রিপোর্ট আসার পর জানা যাবে পা ভেঙেছে কিনা। আপাতত গুরুতর আহত অবস্থায় রেফাজউদ্দিন গাজী পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হতে পারে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas news