গোসাবা: বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয় তছনছ হয়ে যায় সুন্দরবনের বিভিন্ন এলাকা। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোসাবা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তছনছ হয়ে যায় টেলি কমিউনিকেশন সিস্টেম। এর ফলে উদ্ধারকাজে বেগ পেতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে সাধারণরা। সঠিকভাবে যোগাযোগের মাধ্যম না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়ে যায়। এবার সেই সমস্যা ত্রাতা হয়ে পাশে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। প্রাকৃতিক দুর্যোগে এলাকার খবর আরও দ্রুত অন্যত্র পৌঁছে দিতে বেসরকারি রেডিও স্টেশন তৈরির কাজ শুরু হল সুন্দরবনে।
প্রত্যন্ত দ্বীপাঞ্চলে বেসরকারি রেডিও স্টেশন তৈরির উদ্যোগ এই প্রথম। গোসাবার চণ্ডীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে হ্যাম রেডিও। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে এলাকাবাসীর নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে যথেষ্ট সুবিধা হবে বলে দাবি রেডিও স্টেশনের কর্মীদের।
সিভিল ডিফেন্সের কর্মী দেবব্রত মণ্ডল বেশ কয়েক মাস আগেই হ্যাম রেডিও সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আসেন। তারপর শুরু হয় হ্যাম রেডিও তৈরির পরিকল্পনা। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক থেকে লাইসেন্সও প্রদান করা হয়েছে ওই বেসরকারি রেডিও স্টেশনকে।
হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীষ নাগ বিশ্বাস বলেন, “প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে খবর পেতে সমস্যা হয়। এবার যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের পর এই রেডিও স্টেশন থেকেই দ্রুত খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে বিভিন্ন এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বিপর্যয় মোকাবিলা বাহিনীদের। সুন্দরবনের দুর্গম এলাকায় যাতে যে কোন প্রাকৃতিক বিপর্যয় হলে সাধারণ মানুষ যাতে দ্রুত পরিষেবা পেতে পারে সেই দিকেই বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে।’
আরও পড়ুন – দরমার জানলা, মাটির দেওয়াল কি প্রতিভাকে আটকায়, না! বাবাকেও হারিয়েও সেরা সোমা
হ্যাম রেডিওর এই অস্থায়ী রেডিও স্টেশনের মাধ্যমে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মানুষজনকে যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দ্রুত উদ্ধার কাজ করা যাবে। উদ্ধার কাজের পাশাপাশি সাধারণ মানুষের কাছে দ্রুত ত্রাণও পৌঁছে দেয়া যাবে।
গোসাবা চন্ডিপুরের বাসিন্দা দেবব্রত মন্ডল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর যুক্ত। প্রায় সময় দেখেছি যে কোন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল যোগাযোগ ব্যবস্থা। মূলত সুন্দরবনের প্রান্তিক এলাকায় যখন কোন প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে তখন মানুষকে উদ্ধার করার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় যোগাযোগ ব্যাবস্থা। সুন্দরবনের প্রান্তিক এলাকায় যখন ঘূর্ণিঝড় ইয়াস, আমফান এসে আঘাত এনেছিল। তখন আমরা দেখেছি টেলি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সাধন করা গিয়েছিল। যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সুন্দরবনের মানুষদের উদ্ধার কাজে হাত লাগায়ে হাম রেডিও সদস্যরা। অবশেষে গোসাবার মানুষদের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করার জন্য আমি পরীক্ষার মাধ্যমে ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে আমি স্বীকৃতি পায়। চণ্ডীপুরে নিজের বাড়িতে এই হ্যাম রেডিও সফলভাবে কাজ শুরু করে।’
Suman Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 Parganas, Storm