হোম /খবর /দক্ষিণবঙ্গ /
কেলেঙ্কারির একশেষ, পিকনিকে মদ খেয়ে মস্তির আশা, ভুল করে বিষ খেল নাবালকরা

Minors Drinking Alcohol: কেলেঙ্কারির একশেষ, পিকনিকে মদ খেয়ে মস্তির আশা, ভুল করে বিষ খেল নাবালকরা

অসুস্থ ৫ নাবালককে ভর্তি করা হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে

অসুস্থ ৫ নাবালককে ভর্তি করা হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে

Minors Drinking Alcohol: পাথরপ্রতিমার কামদেবপুরে রবিবারের ছুটিতে পিকনিক করছিল ৫ নাবালক বন্ধু। মদ ভেবে বিষপান করে ফেলায় অসুস্থ হয়ে পড়ে ।পিকনিক করতে গিয়ে মদ ভেবে বিষ পান করে অসুস্থ ৫ নাবালক ৷

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রায়দিঘী : রবিবারের ছুটিতে চড়ুইভাতি করতে গিয়ে মদ ভেবে বিষ পান করে অসুস্থ ৫ নাবালক।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথরপ্রতিমা থানার কামদেবপুর বাধা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ৫ নাবালককে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার পাথরপ্রতিমা থানা এলাকার কামদেবপুরের ৫ জন নাবালক বন্ধু নিজেরাই ফাঁকা মাঠে পিকনিক করছিল। সেই সময় মানস মাইতি নামের এক নাবালক তার বাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে আসে। পরে সেই মদ ৫ জন বন্ধু পান করে ফেলে।

আরও পড়ুন -  South 24 Parganas News: বিয়ে হয়েছিল ৬ মাস আগে, পরীক্ষার মধ্যেই আত্মঘাতী কিশোরী

এরপরেই জানতে পারে মদের বোতলে বিষ রাখা ছিল। ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ৫ জন নাবালক। অসুস্থ হয়ে পড়া পাঁচ নাবালক ষষ্ঠ শ্রেণীর ছাত্র বলে জানা যায় । পরে পরিবারের লোকজন জানতে পারলে তাদেরকে উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ২ নাবালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথরপ্রতিমার কামদেবপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাথরপ্রতিমা থানার পুলিশ ।পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।

Anisuddin Molla

Published by:Debalina Datta
First published:

Tags: Alcohol, South 24 Parganas